ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী নুর মোহাম্মদসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ১১:১২, ৩০ এপ্রিল ২০১৯

ব্যবসায়ী নুর মোহাম্মদসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর কোকেনের চালান আটক মামলায় বিচার কাজ। সোমবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ মোঃ আকবর হোসেন মৃধার আদালতে শুনানি শেষে ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ হয়। প্রথম দফায় আগামী ১৯ থেকে ২৩ মে পাঁচ দিন সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বন্দরে কোকেন আটকের ঘটনায় দুটি মামলা হয়েছে। তন্মধ্যে একটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপর মামলাটি চোরাচালান আইনে দায়ের হয়। আদালত মাদক আইনে দায়ের করা মামলাটি বিচার শুরুর আদেশ দিয়েছেন। চোরাচালান আইনের মামলাটি এখনও র‌্যাবের তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের জুন মাসে দক্ষিণ আমেরিকার বলিভিয়া থেকে আসা তরল কোকেনের চালানটি ধরা পড়ে। সে বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একে একে ১০৭টি ড্রাম সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ৮ জুন কায়িক পরীক্ষায় প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল পাওয়া যায়। ঘোষণাতেও তা-ই ছিল। কিন্তু আগে থেকে গোয়েন্দা তথ্য থাকায় তেলের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত হয়। প্রাথমিক পরীক্ষায় কোকেনের অস্তিত্ব না মেলায় উন্নত একাধিক ল্যাবে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। এবার দুটি ড্রামের নমুনায় কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। বলিভিয়া থেকে আসা চালানটি জাহাজীকরণ হয়েছিল উরুগুয়ের মন্টিভিডিও বন্দরে। পরে তা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আসে। বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
×