ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল

প্রকাশিত: ০৯:১৬, ১১ মার্চ ২০১৯

 খুলনায় পাটকল  শ্রমিকদের লাল  পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা ৯ দফা দাবিতে রবিবার লাল পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল ১০টায় খালিশপুর-নতুন রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মিছিল পূর্ব সমাবেশে পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন, শ্রমিকলীগ নেতা মুরাদ হোসেন, হেমায়েত উদ্দীন আজাদী ও খলিলুর রহমানসহ সিবিএ- নন সিবিএ নেতারা এ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে ৯ দফা বাস্তবায়নের দাবি জানান। এর আগে পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ৯ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ। শ্রমিক নেতারা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচীর ৪র্থ দিনে রবিবার খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার স্টার, আটরা এলাকার আলীম, ইস্টার্ন মিলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটে সমবেত হয়ে সমাবেশ করেন। পরে তারা লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন কর্মসূচীর একটি দাবিনামা ইতোপূর্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজেএমসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদফতরসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। নেতারা জানান, ঘোষিত পরবর্তী কর্মসূচীর মধ্যে রয়েছে ১২ মার্চ ২৪ ঘণ্টা ধর্মঘট পালন, ১৯ মার্চ আবারও ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
×