ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মালিতে বন্দুক হামলায় শান্তিরক্ষী মিশনের সদস্য নিহত

প্রকাশিত: ০৬:০৭, ৮ এপ্রিল ২০১৮

মালিতে বন্দুক হামলায় শান্তিরক্ষী মিশনের সদস্য নিহত

মালির উত্তরাঞ্চলে শুক্রবার জঙ্গীদের এক বন্দুক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক সদস্য নিহত হয়েছে। সংঘাতপূর্ণ দেশটিতে শান্তিরক্ষী মিশনের ওপর এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। দেশটিতে থাকা জাতিসংঘ মিশন একথা জানায়।- খবর এএফপি জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার সন্ধ্যা ৭টায় দুই বন্দুকধারী গাও সিটিতে এমআইএনইউএসএমএ’র একটি গাড়িতে হামলা চালায়।’ মালির উত্তরাঞ্চলীয় প্রধান নগরী গাও’র একটি হাসপাতালে নেয়ার পথে হামলার শিকার হওয়া ওই শান্তিরক্ষী মারা যায়। মালি জাতিসংঘের অধিক ঝুঁকিপূর্ণ মিশনগুলোর অন্যতম। ২০১৩ সাল থেকে দেশটিতে বিভিন্ন হামলায় দেড়শ’র বেশি শান্তিরক্ষী নিহত হয়েছে।
×