ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আপনি তো পাকিস্তানী সেনা ক্যাম্পে ছিলেন ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

আপনি তো পাকিস্তানী সেনা ক্যাম্পে ছিলেন ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ ফেব্রুয়ারি ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এমপি বলেছেন, ‘বিএনপি শুধু বলে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধ করেনি বিএনপি করেছে। আপনারা জানেন বিএনপির জন্ম ১৯৭৭ সালে আর আওয়ামী লীগের জন্ম ১৯৪৯ সালে। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য বাংলার মানুষ যুদ্ধ করেছে বঙ্গবন্ধুর নির্দেশে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয় নাই, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে? খালেদা জিয়া আপনিতো মুক্তিযুদ্ধ করেন নাই পাকিস্তানী সেনাদের ক্যাম্পে ছিলেন। আর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছেন।’ বুধবার বিকেলে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ইটখোলা বাজিতপুর এস.এস.এইচ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সাজা হওয়ার পর খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন কি পারবেন না সেটা সম্পূর্ণ আদালত এবং ইলেকশন কমিশনের এখতিয়ার। এটা সরকারের কোন এখতিয়ার না। জামিনের ব্যাপারটাও সরকারের এখতিয়ার না, এটাও আদালতের এখতিয়ার। আদালত যদি মনে করেন জামিন দেয়া যায়; তাহলে অবশ্যই আপনি জামিন পাবেন। আর ইলেকশনের ব্যাপারটাও ঠিক তদরূপ কমিশনের এখতিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন হাওলাদার প্রমুখ।
×