ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নে পাঁচ বছরে ৬৪ হাজার কোটি টাকা দেবে এডিবি

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের উন্নয়নে পাঁচ বছরে ৬৪ হাজার কোটি টাকা দেবে এডিবি

স্টাফ রিপোর্টার ॥ আঞ্চলিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চলমান সহায়তা অব্যাহত রাখবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পরিবহন, জ্বালানি ও নগর সেবার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে সংস্থাটি। ঢাকা সফররত এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দেন। বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভা উপলক্ষে তিনি তিন দিনের সফরে ঢাকা এসেছেন। এডিবি ঢাকা আবাসিক মিশন কার্যালয়ে সংবাদ সম্মেনে বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ওয়েনচাই ঝাং জানান, বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৮০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সংস্থাটি। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৪ হাজার কোটি টাকা। বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এডিবি অবকাঠামো উন্নয়ন বিশেষ করে পরিবহন, জ্বালানি ও নগর সেবা উন্নয়ন খাতে বাংলাদেশে অর্থায়ন অব্যাহত রাখবে। পল্লী উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারী খাতের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও অর্থায়ন করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ আছে। তবে তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি অনেক বড় চ্যালেঞ্জ। এজন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগ বাড়াতে হবে। গ্রামীণ উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এসএমইতে অর্থায়ন বাড়াতে হবে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশের সামনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তরুণ জনগোষ্ঠী ও ভৌগলিক অবস্থান সবই বাংলাদেশের সম্পদ। তবে এসবই নির্ভর করছে পরিকল্পনা বাস্তবায়ন কৌশলের ওপর। রাষ্ট্র কীভাবে সম্পদ ব্যবহার করবে তার ওপর ফলাফল নির্ভর করবে। পাশাপাশি জনগণের দক্ষতা উন্নয়ন করতে হবে। তবে এসবই চ্যালেঞ্জের বিষয়। কারণ এখনও বাংলাদেশের অনেক দরিদ্র মানুষ রয়েছে। রয়েছে বৈষম্যও। রোহিঙ্গা জনগোষ্ঠীকে কেন্দ্র করে এডিবি বাংলাদেশকে কোন সহায়তা করবে কী না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার যৌথভাবে কাজ করছে। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে এডিবির আলোচনা হয়েছে। সরকার চাইলে এডিবি অবশ্যই সাহায্য করবে। এছাড়া বাংলাদেশ যেমন এডিবির সদস্য তেমনি মিয়ানমারও সদস্য দেশ। রোহিঙ্গাদের পুনর্বাসনে মিয়ানমার সহযোগিতা চাইলে তা করা হবে।
×