ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেশে কোন আইএস নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:১১, ১৮ ডিসেম্বর ২০১৭

দেশে কোন আইএস নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৭ ডিসেম্বর ॥ দেশে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নিজেরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। এদেশে কোন আইএস নেই। আইএসের ধুয়া তুলে একটি গোষ্ঠী অপপ্রচার করে যাচ্ছে। আমি সারাদেশ ঘুরে দেখেছি বাংলাদেশে কোন আইএস নেই। রবিবার ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহেশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইজুদ্দিন হামিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, তাহজীব আলম সমি সিদ্দিকী সমি এমপি, নবী নেওয়াজ এমপি, সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি পারভীন তালুকদার মায়া, সাবেক এমপি এ্যাডভোকেট ময়জুদ্দিন মিয়াজী প্রমুখ। এর আগে দুপুরের দিকে কোটচাঁদপুর পুলিশের সার্কেল অফিস উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিভিন্ন দেশে বিরাজমান বন্দীবিনিময় সংক্রান্ত আইনি জটিলতার সমাধান করে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী কোটচাঁদপুরে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সার্কেল অফিস ভবন উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, তাহজীব আলম সিদ্দিকী এমপি, নবী নেওয়াজ এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
×