ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর সব সড়কের নামকরণ দাবি

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর সব সড়কের নামকরণ দাবি

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর সকল সড়ক নামকরণের দাবি জানিয়েছেন ঢাকার দুই সিটিতে বসবাসকারী বীর সন্তানরা। একইসঙ্গে আজিমপুর কবরস্থানে জমি সংরক্ষিত রাখা এবং গ্যাস ও বিদ্যুতের বিল মওকুফেরও দাবি জানান তারা। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুর্ণমিলনী অনুষ্ঠানে ঢাকার দুই মেয়রের কাছে এই দাবি জানান। জবাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য জমি সংরক্ষিত রয়েছে। আজিমপুরে যদি প্রয়োজন হয়, সেখানেও জমি বরাদ্দ দেয়া হবে। গ্যাস ও বিদ্যুত সিটি কর্পোরেশনের আওতায় না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। মেয়র বলেন, আমরা চাই জাতীর এই বীর সন্তানরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুন। আপনারা আর কতদিনই বা বাঁচবেন। আপনারা যে যা চাবেন আপনারা তাই পাবেন। কারণ দেশ স্বাধীন করেছেন তো আপনারাই। মেয়র বলেন, ডিএসসিসি এলাকায় ১০০টি গণশৌচাগার নির্মাণ করা হবে। এরমধ্যে ১১টি উদ্বোধন করা হয়েছে। আরও ৩০টি উদ্বোধনের পথে। তাই এখন থেকে রাজধানীর আধুনিক গণশৌচাগারগুলো ব্যবহার করতে মুক্তিযোদ্ধাদের কোন টাকা লাগবে না। তবে এজন্য মুক্তিযোদ্ধাদের অনুগ্রহ করে পরিচয়পত্র দেখাতে হবে। আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন, সেখানে গিয়ে কার্ড দেখালে আপনাদের কাছ থেকে কেউ টাকা রাখবে না। মেয়র জানান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১ হাজার ৫০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটের কোন হোল্ডিং ট্যাক্স দরকার হবে না। এ বিষয়ে গত জুলাই মাসে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি বলেন, মুক্তিযোদ্ধাদের ১ হাজার বর্গফুট পর্যন্ত বাড়ির গৃহকর মওকুফ করা হচ্ছে। আমি আমরা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি অঞ্চল থেকে ১শ’ ৬৫ জন মুক্তিযোদ্ধাকে তার বাড়ির ট্যাক্স মওকুফ করেছি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আমীর হোসেনসহ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
×