ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সিইসিকে গণভবন থেকে নিয়ন্ত্রিত করা হচ্ছে -রিজভী

প্রকাশিত: ০৩:৪৩, ১৫ নভেম্বর ২০১৭

সিইসিকে গণভবন থেকে নিয়ন্ত্রিত করা হচ্ছে -রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গণভবন থেকে নিয়ন্ত্রিত করা হচ্ছে বলে মন্তব্য কওে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় না। তাই সিইসিও সেনা মোতায়েন হবে না বলে জানিয়েছেন। বুধবার বিকেলে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় কচিকাচা মেলার অডিটোরিয়ামে বিএনপির অঙ্গ সংগঠন জাসাস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওুহুল কবির রিজভী বলেন, পুলিশের অনুমতির উপর এখন দেশের গণতন্ত্র নির্ভর করছে। পুলিশ অনুমতি দিলে বিরোধী দল সভা-সমাবেশ করতে পারছে। আর পুলিশ অনুমতি না দিলে করা যাচ্ছে না। এই হলো দেশে গণতন্ত্রের নমুনা। দেশ এখন আতঙ্কের রাষ্ট্রে পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন সরকার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাইবেন দেশে তাই হবে, এভাবেই এখন দেশ চলছে। প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরানো হয়েছে। এ ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন। রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে কখনোই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারবে না। তার অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে না। তাই খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। তিনি বলেন, আমরা নির্বাচনে যাবো নির্দলীয় সরকারের অধীনে। যে নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে।
×