ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে আবারো আগুন

প্রকাশিত: ০৪:০৯, ২৩ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ব্যাংকে আবারো আগুন

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৮তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের ২৩ মার্চেও বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. মাহফুজ জানান, বাংলাদেশ ব্যাংকের সামনে ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষণিক অবস্থান করে। ব্যাংকের ১৮ তলার বারান্দার ময়লা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই টিমটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম। তিনি বলেন, লিফট মেরামতের সময় আগুন লেগেছিল। তবে সঙ্গে সঙ্গেই এই আগুন নির্বাপণ করা গেছে। এটা বড় কোনো আগুন নয়।
×