ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে অপহৃত দুই বোন উদ্ধারে পুলিশ নিষ্ক্রিয়

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

সৈয়দপুরে অপহৃত দুই বোন উদ্ধারে পুলিশ নিষ্ক্রিয়

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই বোন অপহরণের ঘটনা নিয়ে সৈয়দপুর শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার পর্যন্ত ১৯ দিনেও ওই দুই বোনের সন্ধান মেলেনি। সৈয়দপুর শহরের ইসলামবাগ পাওয়ার হাউসসংলগ্ন বাড়ির সামনের মাঠ থেকে গত ২৯ আগস্ট রাতে নিখোঁজ হয় দুই বোন। এ বিষয়ে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ দুই বোনের পরিবারের অভিযোগ, প্রতিবেশী প্রতিপক্ষ একটি মামলার জের ধরে তাদের অপহরণ করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের ভাগ্যে কী ঘটেছে এ নিয়ে তাদের পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন। আর এ ঘটনায় সৈয়দপুর থানা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছে পরিবারটি। এছাড়া আগের একটি ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের পক্ষ নেয়ায় এ পরিবারটি হুমকির মুখে পড়েছে। রবিবার দুপুরে নিখোঁজ দুই বোনের বড় ভাই রুবেল জানান, সৈয়দপুর থানা পুলিশ আসামিদের পক্ষে থাকায় আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। কারণ পূর্বের ঘটনার মামলা তদন্ত করতে গিয়ে আমাদের নানা ধরনের কথাবার্তা ও ভয়ভীতি দেখিয়েছে এবং এখনও দেখাচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ কুমার। তিনি আসামিদের সঙ্গে নিয়ে আড্ডা দেন ও একসঙ্গে চা পান করেন। কিছু বলতে গেলে উল্টো বলেন মামলার গুরুত্ব নেই, মামলার সাক্ষী-প্রমাণে গিয়ে আসামির কিছুই হবে না। মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। তবে এসব অস্বীকার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই দিলীপ কুমার। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে, শীঘ্রই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এ নিয়ে অভিযুক্ত শাকিল ইসলাম বাবুর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের ইসলাবাগ এলাকার বাড়ির প্রধান গেটে তালা দেখা যায়।
×