ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টহল বাড়লে অপরাধ দমন সহজ হবে ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৭:২৯, ২৮ আগস্ট ২০১৭

টহল বাড়লে অপরাধ দমন সহজ হবে ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া জানান, পুলিশের মোবিলিটি বাড়লে অপরাধ দমন সহজ হবে। আর এটি করতে না পারলে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। রবিবার ডিএমপি সদর দফতরের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি পিকআপ ভ্যান ডিএমপিকে হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, জনসম্পৃক্ততা পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমন করা সহজ হয়। পুলিশের মোবিলিটি বৃদ্ধি করতে না পারলে অপরাধীদের নিয়ন্ত্রণে আনা যাবে না। সে লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। সরকারী উদ্যোগে আমাদের সক্ষমতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, প্রতিদিন থানায় জননিরাপত্তার জন্য কমপক্ষে ১০টি টহল গাড়ির দরকার হয়। প্রকৃতপক্ষে দেখা যায় থানায় ৩-৪টি গাড়ি আছে। এ গাড়ির কারণে পুলিশের মোবিলিটি বৃদ্ধি পাবে। অপরাধ দমনে সাহায্য করবে।
×