ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো -খবর

প্রকাশিত: ০৫:২১, ১৭ আগস্ট ২০১৭

টুকরো -খবর

সিলেটে ২ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ শহরের কাজলশা এলাকায় এক বিকাশ কর্মচারীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে ওসমানী হাসপাতালের গেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ৪/৫ দুর্বৃত্ত আকস্মিকভাবে আনোয়ার জেনারেল স্টোরের এসআর আছাদ মিয়াকে (২৫) ছুরিকাঘাত করে বিকাশের ১ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নাগেশ্বরীতে বিদ্যুতস্পৃষ্টে এসআই নিহত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাসার আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে নাগেশ্বরী থানায় কর্মরত পুলিশের এক এসআই। নিহত এসআই এর নাম এ.এম.এইচ মাসুদ রানা। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ বেতগারা এলাকায়। জানা গেছে, নাগেশ্বরী উপজেলা সদরের ডিএম একাডেমি হাই স্কুলের মসজিদ সংলগ্ন অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নানের ভাড়া বাসায় সপরিবারে থাকতেন এসআই মাসুদ রানা। বন্যায় তার বাসার রুমে পানি উঠেছিল। এতে তার আইপিএস নষ্ট হয়ে যায়। পানি নেমে গেলে বুধবার দুপুরে আইপিএস মেরামত করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে অটোরিক্সা চালক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর চান্দগাঁও থানার আমজাদবাড়ি সড়ক এলাকায় অটোরিক্সার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত সোহেল অটোরিক্সাচালক। তিনি ওই এলাকার নুরুল ইসলামের পুত্র। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোহেল রাতে একটি গ্যারেজে ব্যাটারি চার্জ করছিলেন। অসতর্কবশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। সকালে লোকজন গ্যারেজে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটিতে কিশোর নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকায় বুধবার সকাল ৯টায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে পারভেজ (১৪) মারা গেছে। ছেলেটি ওইদিন সকাল বেলা দোকান থেকে নৌকায় করে বাড়ি ফেরার পথে একটি বাড়িতে সংযোগ দেয়া বিদ্যুত তারে হাত লাগার সঙ্গে সঙ্গে ছেলেটি বিদ্যুতায়িত হয়। পরে তাকে রাঙ্গামাটি হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। রামু প্রজ্ঞামিত্র বনবিহারে ডাকাতি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল টাকাসহ মাল লুট করে নিয়ে যায়। বিহারের বিহারাধ্যক্ষ সারমিত্র মহাথের জানান, অস্ত্রসহ ৭ ডাকাত বিহারের ভেতরে প্রবেশ করে। বিহারের বাইরেও কয়েকজন ডাকাত পাহারায় ছিল। ডাকাতদল আলমিরায় রক্ষিত সাতচল্লিশ হাজার টাকা, ৪ দানবাক্সের দানকৃত টাকা, ২টি মোবাইল, ৪টি টর্চলাইট, একটি টিভি মনিটর, ৩টি কম্বল লুট করে। ১০ লাখ বৃক্ষ রোপণ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১৬ আগস্ট ॥ চরফ্যাশনের নীলকমলে বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সহযোগিতায় উপকূলীয় বন বিভাগের বাস্তবায়নে ১০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)। এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, চরফ্যাশন বন বিভাগের রেঞ্জার খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সাঘাটায় ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ আগস্ট ॥ সাঘাটা উপজেলার ৩ হাজার বন্যার্ত পরিবারের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে চাল, চিনি, চিড়া ও মুড়ি প্রদান করা হয়। বুধবার দুপুরে জুমারবাড়ি ইউনিয়নের জুমারবাড়ি দারুন“নুর সালাফিয়া দাখিল মাদরাসা, হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর, সাঘাটা ইউনিয়নের চিনিরপটল ও দক্ষিণ সাথালিয়া গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়। সন্ত্রাসী আটকের দাবিতে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টুকে মোবাইলে জীবননাশের হুমকি ঘটনায় জীবনের নিরাপত্তাসহ সন্ত্রাসীদের আটকের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। চৌগাছা প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
×