ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজের দু’মাস পর ফিরেছে জবি ছাত্র মিলন

প্রকাশিত: ০৮:২১, ২৫ জুলাই ২০১৭

নিখোঁজের দু’মাস পর ফিরেছে জবি ছাত্র মিলন

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের দুই মাস পর ফিরে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সাদিকুল ইসলাম মিলন। সোমবার সকাল আটটার দিকে গাজীপুরে বোনের বাসায় হাজির হয় মিলন। রবিবার রাত দশটার দিকে তাকে বান্দরবানে হাত-পা বাঁধা অবস্থায় কে বা কারা যেন ফেলে গিয়েছিল। প্রসঙ্গত, গত ২৩ মে রাতে রাজধানীর আদাবর থানাধীন ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন মিলনকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে আদাবর থানায় একটি জিডি করে তার পরিবার। মিলনের মা মেরিনা বেগম জানান, রবিবার রাত ১০টায় হাত-পা বাঁধা অবস্থায় বান্দরবান থেকে ফোনে কে বা কারা টাকা পাঠাতে বলে। টাকা পাঠিয়ে মিলনকে গাজীপুরে মেয়ের বাসায় যেতে বলি। গাজীপুর থেকে ডিবি কার্যালয়ে যাবেন। এরপর মোহাম্মপুরের বাসায় যাবেন। মিলন এতদিন কোথায় কি অবস্থায় ছিল কিছুই বলতে পারেন না তারা। মিলনের কিছুই মনে নেই। মিলনকে উদ্ধারে তার সহপাঠীরা আন্দোলন করেছিল বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ। মিলনের সন্ধানের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছিল তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিএমপি কমিশনারের কাছেও মিলনের সন্ধান চেয়ে চিঠি দিয়েছিল।
×