ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এগারো কৃষিবিজ্ঞানীকে সংবর্ধনা

প্রকাশিত: ০৫:২১, ২১ মে ২০১৭

এগারো কৃষিবিজ্ঞানীকে সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা ॥ কৃষির উন্নয়ন ও সম্প্রসারণে অবদান রাখায় ১১ কৃষি বিজ্ঞানীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি। শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা প্রাপ্ত ১১ বিজ্ঞানী হলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল হালিম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. সু লাউত্জ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল কাসেম, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. সুলতান উদ্দিন ভূইঞা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শাদাত উল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ড. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের কার্যনির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক ড. গোলাম মারুফ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, এনএসএফ ইন্টারন্যাশনালের কনসালটেন্ট ড. ক্রেইং এ মেসনার এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. সেকেন্দার আলী। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটির সাধারণ সম্পাদক ড. জিয়াউল হকের সঞ্চালনায় এবং জুলফিকার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ডিন কাউন্সিলের আহ্বায়ক আবদুর রশীদ, বিশেষ অতিথি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোতাহার হোসেন ম-ল উপস্থিত ছিলেন। বরিশালে আসছেন ভারতের প্রধান বিচারপতি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ব্যক্তিগত সফরে আগামী ২৩ মে বরিশালে আসছেন ভারতের প্রধান বিচারপতি সুব্রত তালুকদার। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ভারতের বিচারপতির বরিশালে অবস্থানের পর ২৪ মে সকালে দরিদ্রতা জয় করে স্বাবলম্বী হওয়া জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও খানপুরা এলাকা পরিদর্শন করবেন। একই দিন বিকেলে তার মাদারীপুরে যাওয়ার কথা রয়েছে। ২৫ মে সকাল নয়টায় বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর, মুকুন্দ দাস কালী মন্দির, জীবনানন্দ দাশের ভিটেবাড়ি ও পিরোজপুরের স্বরূপকাঠী পরির্দশন করবেন। ২৬ মে সকাল সাতটায় বিচারপতি বরিশাল লঞ্চঘাট থেকে গ্রীন লাইনযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
×