ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন চায় তরিকত

প্রকাশিত: ০৫:৪৭, ৪ জানুয়ারি ২০১৭

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন চায় তরিকত

বিশেষ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন। অন্যদিকে সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সংলাপে দল দুটি এসব প্রস্তাব দেয়। বৈঠকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরী। তিনি আশাপ্রকাশ করে বলেন, আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারি এমপির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে যায় বাংলাদেশ তরিকত ফেডারেশন। রাষ্ট্রপতির সঙ্গে আধা ঘণ্টাব্যাপী বৈঠকে দলটির মহাসচিব এম এ আউয়াল এমপি সার্চ কমিটি ও ইসি গঠন নিয়ে দলের পক্ষ থেকে ১৯ দফা প্রস্তাব তুলে ধরেন। সার্চ কমিটির সদস্য সংখ্যা বাড়ানোসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমন অবসরপ্রাপ্ত সাবেক সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পঞ্চাশোর্ধ্ব সাংবাদিকের নাম রাখার প্রস্তাব করেছে দলটি। তরিকত মহাসচিব এম এ আউয়াল ইসি গঠনে সংলাপ আয়োজনের জন্য দেশের তরিকতপন্থী ও ওলি-আউলিয়া এবং পীর-মাশায়েখদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, সার্চ কমিটিতে দলনিরপেক্ষ কবি, নারী অধ্যাপক ও শিক্ষক রাখা যেতে পারে। সকল বিচারে দল-নিরপেক্ষ এবং অবিতর্কিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হবেন। সাবেক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিচারপতি বা বাংলাদেশ সরকারের একজন সচিব যিনি অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে নিয়োজিত নেই বা ছিলেন না অথবা একজন বিশিষ্ট নাগরিক-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাস ও অবস্থান পরিষ্কার থাকতে হবে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, তরিকত ফেডারেশনের প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদের সুচিন্তিত মতামত ও প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা করেন এর মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। তিনি জানান, প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, তরিকত ফেডারেশন অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন। এছাড়া নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিতের প্রস্তাব দেয়া হয়। একই সঙ্গে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেন। ব্যবসায়ীদের অন্তর্ভুক্তের দাবি বিজেপির ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তারা এই প্রস্তাব দেয়। আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, বিজেপি সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনে পাঁচ দফা এবং নির্বাচন কমিশন শক্তিশালী করতে আরও ৯ দফা প্রস্তাব পেশ করে। আলোচনায় তাদের আমন্ত্রণ জানানোয় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক চর্চার ওপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। গণতন্ত্রে সংলাপ খুবই কার্যকর একটি মাধ্যম। প্রেস সচিব আরও জানান, বিজেপি আট সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। প্রতিনিধি দল প্রতি বিভাগে একজন করে নির্বাচন কমিশনার নিয়োগ এবং সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দেয়। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত দলগুলোর কাছ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা সংগ্রহ করে সেগুলোর নিরাপত্তা বিধানে সিসি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদারের প্রস্তাব করে। বিজেপি তাদের প্রস্তাবে সব নিবন্ধিত দল ও সুশীল সমাজের আলোচনার ভিত্তিতে সার্চ কমিটি নিয়োগের জন্য সর্বোচ্চ ১০ জনের তালিকা করার প্রস্তাব দিয়েছে। সেখান থেকে পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয় বিজেপি। প্রেস সচিব বলেন, আলোচনায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরী।
×