ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র সচিব ভারত গেছেন

প্রকাশিত: ০৫:৪৩, ৯ নভেম্বর ২০১৬

পররাষ্ট্র সচিব ভারত গেছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির লক্ষ্যে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক মঙ্গলবার দিল্লী গেছেন। প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর সফলের লক্ষ্যে তিনি দেশটির পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। আজ বুধবার দিল্লীতে দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে এ বিষয়ে এক বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সফলের লক্ষ্যে দুই দেশের মধ্যে এখন প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। সে সময় কি কি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেটা নিয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক দেশটির পররাষ্ট্র সচিব ড. জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। বিশেষ করে তিস্তা চুক্তি সইয়ের বিষয়টি নিয়েও তারা আলোচনা করবেন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফিরবেন। সূত্র জানায়, পররাষ্ট্র সচিব এম শহীদুল দিল্লীতে পৌঁছেই মঙ্গলবার সন্ধ্যায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর সঙ্গে এক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের বিষয়েও তারা আলোচনা করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগেই দুই দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় আসতে পারেন। তবে সুষমা স্বরাজের ঢাকার আসার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক দিল্লী গেছেন।
×