ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঈদের আগেই পদ্মায় নাব্য সঙ্কট দূর হবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩০, ৪ সেপ্টেম্বর ২০১৬

ঈদের আগেই পদ্মায় নাব্য সঙ্কট দূর হবে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ঈদের আগে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল স্বাভাবিক হবে। নাব্য সঙ্কট দূর করতে ড্রেজিং চলছে। আটটি ড্রেজার এখন অনবরত নাব্য সঙ্কট মোকাবেলায় কাজ করছে। মন্ত্রী বলেন, নাব্য সঙ্কট একটি প্রাকৃতিক সমস্যা। অন্যান্য বছরও এই সঙ্কট হয়েছে। আসন্ন ঈদে যাতে ঘরমুখো মানুষের বিড়ম্বনা না হয় সে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে শনিবার বিআইডব্লিউটিসির অফিস ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোলানাথ দে, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন। মাওয়া থেকে এই ঘাটটি স্থানান্তরের পর শিমুলিয়ায় অফিস না থাকায় কার্যক্রম বিঘিœত হচ্ছিল। তাই ২৮ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়। অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন, এই ভবন নির্মাণ হওয়ায় বিআইডব্লিউটিসির কাজের গতি আরও বাড়বে। কক্সবাজারে হোটেলে আটকে রেখে ছাত্রীকে ধর্ষণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাদ্রাসা ছাত্রী এক কিশোরীকে পাঁচ দিন ধরে হোটেলে আটকে রেখে ধর্ষণ করেছে টেকনাফের লম্পট মহিদ আলম। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ৫ দিন পর কৌশলে হোটেল থেকে বের হয়ে বাড়ি পৌঁছে ঘটনার বিবরণ দেয় তার মাকে। শুক্রবার ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেন টেকনাফ থানায়। ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত শহরের ঝাউতলার হোটেলে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সূত্র জানায়, কক্সবাজার কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্রী প্রতিষ্ঠানে যেতে ২৮ আগস্ট সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের নিজবাড়ি থেকে বের হয়। রাস্তায় এসে দেখে অটোরিক্সায় কক্সবাজার যাচ্ছিল একই গ্রামের নুরুল হুদার মেয়ে আনোয়ারা বেগম ঢুনি। ওই মাদ্রাসা ছাত্রীকে অটোরিক্সায় করে কক্সবাজারে যেতে বললে ঢুনি যেহেতু প্রতিবেশী তাই সরল বিশ্বাসে অটোরিক্সায় উঠে। কিন্তু বিধিবাম, টেকনাফ সড়কের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় এসে গাড়িটি থামানো হয়। সেখান থেকে গাড়িতে উঠে নয়াপাড়ার জালাল আহমদের ছেলে মহিদ আলমসহ দুই যুবক। গাড়িটি কক্সবাজারে পৌঁছলে অসহায় মাদ্রাসা ছাত্রীকে নামিয়ে না দিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় শহরের ঝাউতলার হোটেলে। পাঁচ দিন ধরে হোটেলকক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করে লম্পট মুহিদ। শুক্রবার বিকেলে মুহিদ আলমের অবর্তমানে কৌশলে হোটেল থেকে পালিয়ে বাড়ি আসে।
×