ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক খাতে অনিয়ম করে কেউ পার পাবেন না ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ২৯ আগস্ট ২০১৬

ব্যাংক খাতে অনিয়ম করে কেউ পার পাবেন না ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুনানি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির বিষয় নিয়ে আজকের বৈঠক ছিল না। আমাদের একটা প্রতিনিধি দল এই বিষয়টি নিয়ে এখনও ফিলিপিন্সে আছেন। সেটা উদ্ধারের জন্য গেছেন। কিছুটা উদ্ধারও করবেন। এটা নিয়ে এখন সম্ভবত নিউইয়র্কে শুনানি হতে পারে। ব্যাংক খাতে অনিয়ম করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের এমডি হোক আর তার চেয়েও বড় কিছু হোক, কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীতির কারণে রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসিক ব্যাংক এখন বিপদে আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই দুইটি ব্যাংকের স্বাস্থ্য খারাপ হলেও দেশের আর্থিক খাতের স্বাস্থ্য ভাল আছে। তিনি বলেন, শোক দিবসের আলোচনায় এসে ব্যাংক খাতের প্রকৃত স্বাস্থ্য জানার সুযোগ হয়েছে? বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের স্বাস্থ্য কিভাবে রক্ষা করছে, তা জানার সুযোগ হয়েছে? তিনি বলেন, বর্তমানে আর্থিক খাতের অবস্থা খুব ভাল। সোনালী ও বেসিক ব্যাংককে ঠিক করতে সংস্কার কর্মসূচী হাতে নেয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে দুষ্কর্মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে? তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? এটাই প্রমাণ করে আর্থিক খাতের স্বাস্থ্য এখন আগের যেকোনও সময়ের চেয়ে ভাল? জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি নেছার আহাম্মদ ভূঞার সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির, ডেপুটি গবর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী প্রমুখ। এর আগে দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
×