ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইপিএল

জিতল মুস্তাফিজের হায়দরাবাদ

প্রকাশিত: ০৮:৪৮, ১ মে ২০১৬

জিতল মুস্তাফিজের হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫ রানের দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশী তারকা মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫০ বলে ৯২ (৯ চার, ৫ ছক্কা) ও কেন উইলিয়ামসনের ৩৮ বলে ৫০ রনের দুটি ঝড়ো ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর গড়ে হায়দরাবাদ। জবাবে ৬ উইকেটে ১৭৯ রানে থামে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। ২৮ বলে সর্বোচ্চ ৫১ রান করেন লোকেশ রাহুল। ৩২ বলে ৪৭ রান করে আউট হন এবি ডি ভিলিয়ার্স। ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন টাইগার কাটার-মাস্টার মুস্তাফিজ। আইপিএলে স্বপ্নের মতো অভিষেক মুস্তাফিজের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ থেকেই কাটার-সেøায়ারের মায়াজাল বিস্তার করে চলেছেন ‘সেনসেশনাল’ বাঁ-হাতি পেসার। সেদিন ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। হারা ম্যাচে তিনিই ছিলেন দলের সেরা বোলার। পরের চার ম্যাচে তার বোলিং দেখুন: ১/২৯, ১/৩২, ১/১৯, ২/৯ ও ০/২১! অতপর কাল ১/৩৪। এর মধ্যে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার দিনে মুস্তাফিজের বোলিং ফিগার ছিল ৪-১-৯-২!! নতুন করে মুস্তাফিজ-বন্দনায় ক্রিকেট বিশ্ব। দলীয় অধিনায়ক ওয়ার্নার, কোচ টম মুডি, সতীর্থ ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়, সাবেক তারকা ক্রিকেটার, কে নেই সেই তালিকায়।
×