ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তারাগঞ্জে শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:১১, ৩০ এপ্রিল ২০১৬

তারাগঞ্জে শিশুকে  গলা কেটে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরের তারাগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের পুকুরপাড়ে শামীম হোসেন (৬) নামের এক শিশুকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত শামীমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও ঘটনার নায়ক জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করতে পারেনি। একটি পক্ষ জাহাঙ্গীরকে পাগল বলে ঘটনা ভিন্ন খাতে নিতে চেষ্টা করছে। শিশু শামীমের মা শারমিন বেগম বলেন, ঘটনার দিন বেলা দুইটার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল তার ছেলে। এ সময় ওই গ্রামের জাহাঙ্গীর আলম ছুরি দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা চালায়। শামীমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে জাহাঙ্গীর পালিয়ে যায়। মোরেলগঞ্জে দোকানে ৬০ নারকেল গাছ কতল যশোর : জীববৈচিত্র্য রক্ষায় ১২ বছর পূর্বে শার্শার কায়বা ইউনিয়নের রাস্তার পাশে ১ হাজার নারিকেল গাছের চারা রোপণ করা হয়। গাছগুলোয় কেবল নারিকেল ধরা শুরু হয়েছে। কিন্তু সম্প্রতি পল্লী বিদ্যুতের লাইন টানার সময় ৬০টি নারিকেল গাছ কেটে ফেলা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যুতের লাইন ৫ ফুট দূর দিয়ে টেনে নিলে এই গাছ কাটতে হতো না। এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর পরিদর্শক জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শার্শা জোনাল অফিসে যোগাযোগ করেন, আমি কিছু জানি না। শার্শা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম জানান, ঠিকাদার ওই লাইন এখনও তাদের কাছে হস্তান্তর করেনি -জনকণ্ঠ ঈগল অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৯ এপ্রিল ॥ মহম্মদপুর উপজেলা সদরে আহত ঈগলটি চিকিৎসা দিয়ে সুস্থ করার পর শুক্রবার সকালে অবমুক্ত করা হয়েছে। এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঈগলটির দৈর্ঘ্য চার ফুট। ছাই রঙের পালকের মধ্যে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গত ১১ ফেব্রুয়ারি দাফতরিক কাজে নহাটার দিকে যাচ্ছিলেন। খর্দফুলবাড়ি এলাকায় জটলা দেখতে পেয়ে গাড়ি থামান। সোলার প্যানেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা), ২৯ এপ্রিল ॥ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৭টি সোলার বিতরণ করা হয় শুক্রবার। স্থানীয় সরকারের টি আর কাবিখা থেকে বরাদ্দ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে এসব সোলার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পারুল বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাহাদাত হোসেন কাজল, নিতাই চন্দ্র সরকার প্রমুখ। ৮ লাখ টাকার মোবাইল সেট চুরি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ সদর বাজারে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে মেন রোড়ের রায় টেলিকমে এ চুরি সংঘটিত হয়। দোকান মালিক শাওন রায় জানান, অজ্ঞাত চোরেরা দোকানের ছাউনির টিন কেটে বিভিন্ন মডেলের ৭০টি মোবাইল সেট ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। মায়ের কোলে ফিরতে চায় বাকপ্রতিবন্ধী কিশোর নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৯ এপ্রিল ॥ দাউদকান্দির বারপাড়ায় আনুমানিক ১৪ বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে পাওয়া গেছে। গত ৫ দিন যাবত এই কিশোর উপজেলার বারপাড়া গ্রামের নোয়াব মার্কেট সংলগ্ন সাঈদুর রহমান মিয়াজীর পুত্র আবুল কালাম মিয়াজীর আশ্রয়ে রয়েছে। জানা যায়, ২৪ এপ্রিল দুপুরে উপজেলার বারপাড়া গ্রামের নোয়াব মার্কেটের সামনে ওই কিশোর দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। স্থানীয় লোকজন তাকে দেখে এগিয়ে গেলে সে কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। পরে আবুল কালাম মিয়াজী ছেলেটির কাছে গেলে তাকে জড়িয়ে কান্না করতে থাকে। তখন উপস্থিত লোকজনের অনুরোধে আবুল কালাম মিয়াজী তার বাড়িতে নিয়ে যায় তাকে। সে তার নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না। সমাজ সেবক এ. কে. আজাদ বলেন, ‘ছেলেটিকে আমাদের এলাকার এক নিরীহ ভদ্রলোক আশ্রয় দিয়েছে। আমরা আশা করছি, পত্র-পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হলে ছেলেটির প্রকৃত অভিভাবক এসে তাকে নিয়ে যাবে।’ ০১৮১৯ ১৭৮৬৩৭ এই মুঠোফোন নাম্বারে কল করার জন্য তিনি অনুরোধ জানান।
×