ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

অফিস ও পার্টি কালেকশন

প্রকাশিত: ২০:১৬, ২৬ মে ২০২৪

অফিস ও পার্টি কালেকশন

.

প্রতিদিনের অফিস শেষে পার্টি বা বন্ধুদের আড্ডার আমেজ অনুযায়ী সাজ-পোশাক বদলের সময় মেলানো কঠিন। চাই এমন একটি পোশাক যা অফিসের গাম্ভীর্য ধরে রাখবে, কিন্তু যেকোনো ক্যাজুয়াল পার্টির জন্যও মানিয়ে যাবে। এমনই পরিস্থিতি সামাল দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নতুন ডিজাইনে সাজিয়ে লঞ্চ করেছে তার নাইন-টু-নাইন বা অফিস-টু-পার্টিওয়্যারের বিশেষ কালেকশন।

নাইন টু নাইনের এই কালেকশনে পাওয়া যাবে নারীদের টপস, শার্ট, মিড-লেংথ টিউনিক, কামিজ, সালোয়ার কামিজসহ ম্যাচিং পালাজ্জো প্যান্টসের স্টাইল। পুরুষের জন্য থাকছে ফরমাল বিজনেস ক্যাজুয়াল শার্ট, পোলো টিশার্ট, জিন্স চিনোস প্যান্টস। পোশাক ছাড়াও ম্যাচিং ব্যাগ, স্যান্ডেলস, লোফার, লেদার বেল্ট, ওয়ালেট ইউনিসেক্স ল্যাপটপ ব্যাগের আয়োজনও রাখা হয়েছে।

লা রিভের নতুন নাইন-টু-নাইন কালেকশন ইতোমধ্যেই সব স্টোরে পৌঁছে গেছে। অনলাইনে অর্ডার করতে ব্রাউজ করুন www.lerevecraye.com। এছাড়াও লা রিভের নিজস্ব অ্যাপ অফিশিয়াল ফেসবুক গ্রুপের মেসেঞ্জারে যেকোনো সময় অর্ডার প্লেস করা যাবে।

×