ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ইলিনয়ে ছুরিকাঘাতে নিহত ৪

প্রকাশিত: ২২:২৪, ২৮ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রে ইলিনয়ে ছুরিকাঘাতে নিহত ৪

ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে রকফোর্ড পুলিশ। ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) বিকেলে একটি বাড়িতে হামলার পর এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রকফোর্ড পুলিশ। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন- ১৫ বছর বয়সী এক কিশোরী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ ও ২২ বছর বয়সী দুজন পুরুষ।

এ ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ হামলাগুলোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, ফ্লোরেন্স স্ট্রিটে একটি বাড়িতে হামলা চালানো হলেও একাধিক স্থানে এই ছুরিকাঘাতের হামলা চালানো হয়েছে। ।

রকফোর্ড পুলিশপ্রধান কারলা রেড বলেন, নিহতদের সবাইকে ছুরিকাঘাত করা হয়নি, তবে কারও শরীরে গুলির ক্ষত পাওয়া যায়নি। পুলিশের ধারণা, অন্য কোনো সন্দেহভাজন পলাতক নেই। 

এক বিবৃতিতে রকফোর্ড শহরের মেয়র টম ম্যাকনামারা বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার ও আমাদের সম্প্রদায়ের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।

এসআর

×