ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফের আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধবিরতি চুক্তি সই

প্রকাশিত: ২৩:২৮, ২৭ অক্টোবর ২০২০

ফের আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধবিরতি চুক্তি সই

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আর্মেনিয়া ও আজারবাইজানের সরকারের যৌথ বিবৃতিতে রবিবার ঘোষণা করা হয়, মানবিক ত্রাণ সহায়তার জন্য নাগোরনো-কারাবাখ অঞ্চলে স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। আলজাজিরা। ২৯ অক্টোবর দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পুনরায় বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্র সচিব স্টিফেন বিয়েগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এর ফলে অনেক জীবন রক্ষা পাবে।’ এর আগে ফ্রান্স ও রাশিয়ার মধ্যস্থতায় দুই দফা যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া-আজারবাইজান। দু’বারই দু’পক্ষ একে অন্যের ওপর অভিযোগ এনে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।
×