ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হামবুর্গ নির্বাচনে মেরকেলের দলের ভরাডুবি

প্রকাশিত: ০৭:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২০

  হামবুর্গ নির্বাচনে  মেরকেলের  দলের ভরাডুবি

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের মধ্য বাম দল সোশ্যাল ডেমোক্র্যাট (এমপিডি) সিটি স্টেট হামবুর্গে আঞ্চলিক নির্বাচনে অত্যন্ত খারাপ করেছে। প্রাথমিক ফলে এ তথ্য উঠে এসেছে। রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটসের (সিডিইউ) নেতা এ্যানিগ্রেট ক্র্যাম্প কারেনবার্ডের এ মাসের প্রথম দিকে তার পদত্যাগের ঘোষণা দেয়ার পর দলটি নেতৃত্ব সঙ্কটে ভুগছে। সবচেয়ে ভাল করেছে গ্রিনস দল। কিন্তু মধ্যবামপন্থী সোস্যাল ডেমোক্র্যাটস (সিডিইউ) বৃহত্তম দল হিসেবে অক্ষুণ্ণ রয়েছে। চরম ডানপন্থী দল এএফডি এর ভিত্তি থেকে সরে পড়লেও কিছুসংখ্যক আসন পাওয়ার মতো অবস্থানে থাকবে। দলটির বর্তমানে মোট ১৬ জার্মান স্টেট পার্লামেন্টে প্রতিনিধিত্ব রয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ে এক বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হওয়ার পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলে বাম ঘেঁষা সমর্থকদের উত্তরাঞ্চলীয় এ বন্দর শহরে রেড-গ্রিন জোটের নেতৃত্ব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সিডিইউ ১১ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে নেমেছে। এ দলের সাধারণ সম্পাদক পল জিমিয়াক বলেছেন, দিনটি তিক্ততায় ভরা ছিল। তিনি স্বীকার করেন, মিসেস ক্র্যাম্প-কারেনবার্ডের পদত্যাগ ঘোষণার পর পূর্বাঞ্চলীয় রাজ্য থুরিনগিয়ায় এক কেলেঙ্কারি ঘটনায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। সিডিইউ সেখানে একজন আঞ্চলিক নেতা নির্বাচনের জন্য এএফডিয়ের সঙ্গে ভোটাভুটির মধ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। -বিবিসি
×