ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাশোগির বাগদত্তার ওপর গুপ্তচরবৃত্তির চেষ্টা করেছিল সৌদি আরব

প্রকাশিত: ০৯:০৪, ২৬ জানুয়ারি ২০২০

খাশোগির বাগদত্তার ওপর গুপ্তচরবৃত্তির চেষ্টা করেছিল সৌদি আরব

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার বাগদত্তার ওপর গুপ্তচরবৃত্তির পরিকল্পনা করেছিল সৌদি আরব। শুক্রবার গার্ডিয়ানে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাদিজা চেঙ্গিসের প্রতি নিবিরভাবে নজর রাখতে বলেছিলেন। কারণ গত বছর যুক্তরাজ্য সফরকালে খাশোগির বাগদত্তার গুপ্তচরবৃত্তি করার চেষ্টা করতে পারে বলে ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। আলজাজিরা। গার্ডিয়ানের প্রতিবেদনটি দাবি করেছে যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) ব্যক্তিগত এ্যাকাউন্ট থেকে হোয়াটসএ্যাপ বার্তা পাওয়ার পরে ওয়াশিংটন পোস্টের কোটিপতি মালিক জেফ বেজোসের একটি মোবাইল ফোন হ্যাক হয়েছিল। একটি ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে ২০১৮ সালে এ্যামাজনের বেজোসের ফোন থেকে ডেটা চুরির পরামর্শ দেয়া হয়েছিল। যেখানে হোয়াটসএ্যাপের মাধ্যমে প্রেরিত একটি সংক্রামিত ভিডিও ফাইল দিয়ে এটি করতে বলা হয়েছিল। বেজোসের ফোনের কথিত হ্যাকটি কোনও সংবেদনশীল কর্পোরেট তথ্য এ্যাক্সেস করেছে কিনা তা এখনও অস্পষ্ট। তবে সৌদি আরব হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। হ্যাকিংয়ের এই ঘটনার পর থেকে ধীরে ধীরে অনেক তথ্য গার্ডিয়ানের হাতে আসতে শুরু করে। ইরানের হামলায় ৩৪ মার্কিন সেনা মানসিক ভারসাম্যহীন ইরাকের আনবার প্রদেশে আইন আল আসাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইরানের প্রতিশোধমূলক হামলায় ৩৪ মার্কিন সেনা আহত হয়েছেন। হামলার ২০ দিন পর এ কথা স্বীকার করেছে পেন্টাগন। হামলায় মস্তিষ্কে আঘাতজনিত অসুস্থতা নিয়ে ৩৪ জন মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, এখনও ১৭ জন সেনার চিকিৎসা চলছে। গার্ডিয়ান। ৮ জানুয়ারির ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কোন মার্কিন সেনা আহত হয়নি। পরে ১১ মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেন্টাগন স্বীকার করার পর ট্রাম্প আবার দাবি করেন, এসব সেনার খানিকটা ‘মাথাব্যথা’ করছিল বলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেনার সংখ্যা ১১ থেকে এক লাফে তিনগুণেরও বেশি হওয়ার পর পর্যবেক্ষকরা এখন ওই হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে ইরানের ঘোষণাকে বিশ্বাস করতে শুরু করেছেন।
×