ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তান থেকে সমুদ্র পথে হামলা ঠেকাতে প্রস্তুত ভারত ॥ করমবীর সিং

প্রকাশিত: ০৯:০৭, ২৮ আগস্ট ২০১৯

পাকিস্তান থেকে সমুদ্র পথে হামলা ঠেকাতে প্রস্তুত ভারত ॥ করমবীর সিং

ভারতে সাবমেরিন দিয়ে হামলার চক্রান্ত করছে পাকিস্তানের জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়বা। এই পরিকল্পনা বাস্তবায়নে একদল জঙ্গীকে প্রশিক্ষণ দিচ্ছে লস্করের ‘আন্ডারওয়াটার উইং’। সোমবার এ তথ্য জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রধান এ্যাডমিরাল করমবীর সিং। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, যে কোন ধরনের সন্ত্রাসী হামলা ব্যর্থ করতে তৈরি ভারতীয় নৌসেনারা। সমুদ্রপথে যে কোন ধরনের অনুপ্রবেশ রুখতে উপকূলের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোও সতর্ক ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন করমবীর সিং। সোমবার পুনেতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জইশ-ই-মুহাম্মদের আন্ডারওয়াটার উইং হামলা চালানোর জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে আমাদের কাছে খবর এসেছে। আমরা এই বিষয়টির ওপর নজর রাখছি। এ ধরনের যে কোন হামলা ব্যর্থ করতে ভারতীয় নৌসেনারা যে সজাগ আছে, সে বিষয়ে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। -জি নিউজ
×