ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মিসরে জঙ্গী হামলায় ৫৩ পুলিশ নিহত

প্রকাশিত: ০৫:২১, ২২ অক্টোবর ২০১৭

মিসরে জঙ্গী হামলায় ৫৩ পুলিশ নিহত

মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে সশস্ত্র জঙ্গীদের অতর্কিত হামলায় ৫৩ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে শুক্রবার নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আহরাম অনলাইন জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক জঙ্গীও এ সময় নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে। খবর গার্ডিয়ান, সিএনএন ও বিবিসির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী কায়রো থেকে ৩৭০ কিলোমিটার (২২০ মাইলেরও বেশি) দক্ষিণ-পশ্চিমে বাহারিয়া মরুদ্যানের (বাহারিয়া ওয়েসিস) কাছে জঙ্গীদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অতর্কিত হামলার শিকার হয়। নিরাপত্তা বাহিনীর দলটির মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল। হাসম নামের একটি জঙ্গীগোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে। সংঘর্ষে হাসমের ১৫ জন জঙ্গীও নিহত হয়েছে। গিজা নিরাপত্তা দফতর জানায়, জঙ্গীদের একটি গোপন আস্তানার খবর পেয়ে মরুভূমিতে যায় নিরাপত্তা বাহিনীর ওই দলটি। কিন্তু কাছাকাছি যাওয়া মাত্রই জঙ্গীরা তাদের গাড়িবহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় ও রকেট চালিত গ্রেনেড নিয়ে অতর্কিত হামলা চালায়।
×