ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হয়নি ॥ শীঘ্রই নতুন নির্বাচন ঘোষণা

স্পেনের সরাসরি শাসন জারি

প্রকাশিত: ০৫:১৬, ২২ অক্টোবর ২০১৭

স্পেনের সরাসরি শাসন জারি

স্প্যানিশ সরকার কাতালোনিয়ার ওপর সরাসরি নিয়ন্ত্রণ গ্রহণ অনুমোদনে শনিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেছে। এতে স্পেনের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে সরকার সংবিধানের ১৫৫ ধারা কার্যকর করে সরাসরি শাসন প্রয়োগ এবং কাতালান সরকারের কার্যক্রম স্থগিত ঘোষণা করে। তবে পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হয়নি। গণতান্ত্রিক স্পেনে এটি আগে কখনও প্রয়োগ করা হয়নি। খবর বিবিসির। কাতালোনিয়ায় গণভোট আয়োজনের প্রায় তিন সপ্তাহ পর স্পেনের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ওই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হল। দেশটির সুপ্রীমকোর্ট কাতালোনিয়ার ওই গণভোটকে অবৈধ ঘোষণা করেছে। এদিকে কাতালান নেতা কার্লেস পুজদামন স্বাধীনতার দাবি প্রত্যাখ্যান করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার মতে, তারা একটি ম্যান্ডেট পেয়েছে। তবে স্পেনের সরকার এখন ক্ষমতা নিজ হাতে তুলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। সংবিধানের ১৫৫ ধারায় যে কোন সঙ্কটকালীন মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে সরাসরি শাসন করার ক্ষমতা দেয়া হয়েছে। কাতালোনিয়ায় প্রায় ৭৫লাখ লোক রয়েছে। বর্তমানে তারা স্পেনের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করছে। যার মধ্যে রয়েছে নিজস্ব পুলিশ বাহিনী, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। শনিবার স্পেনের সরকার কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতা লুপ্ত করা এবং শীঘ্রই নতুন নির্বাচনের আয়োজন করার সিদ্ধান্তও নেয়। শুক্রবার বিরোধী দলগুলো কাতালান পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে সেখানে জানুয়ারিতে নতুন নির্বাচন দেয়ার পরিকল্পনায় সমর্থন দেয়। প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, তারা কাতালোনিয়ায় কেন্দ্রের শাসন জারির সব পদক্ষেপকেই সমর্থন করবে। বিচ্ছিন্নতাবাদী কাতালান সরকারের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক ফ্রন্ট গড়ার চেষ্টায় সোশ্যালিস্টদের সমর্থন চেয়েছিলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। স্পেনে চার দশকের গণতন্ত্রে এই প্রথম একটি আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে নতুন নির্বাচন আহ্বানের সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করল মাদ্রিদ। এই পদক্ষেপ নেয়ার আগে তাই যতটা সম্ভব ব্যাপক ঐকমত্যের ভিত্তিকে মজবুত করলেন প্রধানমন্ত্রী রাজয়। তিনি এর আগে বলেছিলেন, কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে বৈধতা পুনর্বহাল করার জন্য স্পেনের সরকার সংবিধানের ১৫৫ অনুচ্ছেদে নির্দেশিত পথে এগিয়ে যাবে। পাশাপাশি কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ বাহিনী, কাতালান সরকারী টেলিভিশন চ্যানেলগুলোর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক কর্তৃপক্ষকে মাদ্রিদের অনুগত লোকদের বসানোর মত পদক্ষেপও নিয়ে নেবে স্পেন সরকার। স্পেনের রাজা সপ্তম ফিলিপ শুক্রবার এক স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, কাতালোনিয়া একটি অগ্রহণযোগ্য বিচ্ছিন্নতা প্রচেষ্টা চালাচ্ছে। সঙ্কটকে বৈধ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান করার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা একসঙ্গে যা তৈরি করেছি তা ছাড়তে চাইনা। কাতালোনিয়া স্পেনের অংশ ছিল এবং থাকবে। রাজয়ের কেন্দ্রীয় শাসন জারির পদক্ষেপ নেয়ায় এখন সেখানে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। একনায়ক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর তিন বছর পর ১৯৭৮ সালে গণতান্ত্রিক শাসনের শুরুতে নতুন সংবিধান চালু করে স্পেন। ওই সংবিধানের ১৫৫ অনুচ্ছেদে সঙ্কটজনক পরিস্থিতি সামাল দিতে মাদ্রিদের হাতে সরাসরি শাসনভার নেয়ার ক্ষমতা দেয়া হয়। এর আগে দেশটিতে কখনই এই অনুচ্ছেদ ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কাতালোনিয়ায় গণভোট আয়োজনের পর থেকেই মাদ্রিদ ও বার্সেলোনার নেতাদের মধ্যে সম্পর্কের অচলাবস্থা তৈরি হয়। গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে বলে কাতালান নেতারা দাবি করলেও স্পেনের কেন্দ্রীয় সরকার সেটাকে অবৈধ বলছে।
×