ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দার্জিলিং থমথমে ॥ কঠোর অবস্থানে রাজ্য সরকার

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ জুন ২০১৭

দার্জিলিং থমথমে ॥ কঠোর অবস্থানে রাজ্য সরকার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা অনির্দিষ্টকালীন বন্ধে শুক্রবার পাহাড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে রাস্তা প্রায় ফাঁকা, দোকান বন্ধ রয়েছে। শিলিগুড়ি থেকে পাহাড়ে চলাচলের সব রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। কোন যানবাহন চলাচল করছে না। খবর জি নিউজ অনলাইনের। মোর্চার ডাকা অনির্দিষ্টকালীন বন্ধ চলাকালে প্রথম থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পাহাড়ের শান্তি ফেরাতে আরও ৯ পুলিস কর্মকর্তাকে সেখানে বদলি করেছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন। তাদের মধ্যে রয়েছেন ৬ জন আইপিএস কর্মকর্তা। বাকি তিনজন ডব্লুবিসিএস কর্মকর্তা। পাহাড়ে সেনা মোতায়েন করা হয়েছে। শুধু পাতলেবাসেই ৩ কোম্পানি সেনা নিয়োগ করা হয়েছে। এদিকে কেন্দ্রীয সরকারের ১৯ জুনের ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকার। যদিও মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে, গোর্খাল্যান্ড নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হলে তারা বন্ধ তুলে নিতে রাজি আছে। মোর্চা প্রধান বিমল গুরুং অভিযোগ করেছেন, সমতলে কংগ্রেস, সিপিএমের সঙ্গে যা হয়েছে, পাহাড়েও সেই পথ অবলম্বন করে সব ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল। পাহাড়ের সব মানুষকে একজোট হওয়ার ডাক দিয়েছেন গুরুং। গুরুংয়ের অভিযোগ, পাহাড়বাসীর কাছে এই ঘটনার জবাবদিহি করতে হবে রাজ্য সরকারকে। সুইমিং রোবট জাপানের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবা ও একদল গবেষক মিলে ‘সুইমিং রোবট’ তৈরি করছে। এটার নাম দেয়া হয়েছে ‘লিটল সানফিস’। পারমাণবিক প্লান্টের প্লাবিত অংশ অনুসন্ধানে এটা ব্যবহার করা হবে। এটার আকৃতি একটি পাউরুটির মতো। বিজ্ঞানীদের একটি দল সবসময় এটিকে দেখভাল করবে। রোবটটির সঙ্গে সবসময় একটি ডাটা কেবল যুক্ত থাকবে যার মাধ্যমে এটি ধারণকৃত ছবি ও অন্যান্য তথ্য বিজ্ঞানীদের কাছে পাঠাতে পারে। -বিবিসি সিংহী নিয়ে রাস্তায় পাকিস্তানের করাচী শহরের ব্যস্ত রাস্তায় একটি পোষা সিংহীকে নিয়ে ঘুরতে বেরনোয় এক ব্যক্তির বিরুদ্ধে জনভোগান্তির মামলা করা হয়েছে। তিনি তার জীপের পেছনে সিংহীকে বসিয়ে বের হন। ব্যাপক যানজটের কারণে বেশ কয়েকবারই থামতে হয় জীপটিকে। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন চমকে ওঠেন। বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। তবে এ ঘটনায় অনেকেই তার কঠোর সমালোচানা করেছেন। -এএফপি
×