ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ রাজপরিবারের নতুন জুটি মেগান ও হ্যারি

প্রকাশিত: ০৪:১৩, ১৬ মার্চ ২০১৭

ব্রিটিশ রাজপরিবারের নতুন জুটি মেগান ও হ্যারি

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল রাজপরিবারের পরবর্তী জুটি হিসেবে একদম মানানসই হবেন বলেই অনেকের ধারণা। রাজপরিবারের উপদেষ্টারাও পৃথিবীর সবচেয়ে যোগ্য ব্যাচেলরের এখনই থিতু হওয়ার উপযুক্ত সময় বলে অভিমত ব্যক্ত করেছেন। হ্যারি এবং মেগান কেন রাজপরিবারের জন্য একদম যোগ্য জুটি হতে পারে তার কারণগুলো তুলে ধরেছে হ্যালো সাময়িকী। হ্যারির পূর্ববর্তী বান্ধবীরা মিডিয়ার প্রবল আগ্রহ উপভোগ করতেন না। কিন্তু মেগান এই ব্যাপারে খুবই সাবলিল। সে এই বিষয়টির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। হ্যারি ও মেগান অন্যরা তাদের সম্মন্ধে কি বলল তা নিয়ে খুব একটা মাথা ঘামান না। এই বিষয়টি তারা বেশ দক্ষতার সঙ্গে সামাল দেন। হ্যারি এবং মেগান দুজনই সন্তানের পিতা-মাতা হওয়ার ব্যাপারে তাদের আকাক্সক্ষার কথা জানিয়েছেন। মেগান বলেন, ‘আমি একটা পরিবারের স্বপ্ন দেখি। এটা আমাকে এক জায়গায় থিতু হতে সাহায্য করবে। একটা পরিবার গঠন এক জায়গায় থিতু হওয়ার একটা চমৎকার উপাদান।’ হ্যারি খুব সাধাসিধাভাবেই পরিবারের প্রতি তার ব্যাকুলতার কথা বলেছেন। সে ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের এক টেলিভিষনকে বলেন, যুবক বয়স থেকেই বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ।’ বছরের পর বছর ধরে মেগান বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। সম্প্রতি তিনি ভারতে নারী স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের ব্যাপারে এক প্রচারণা থেকে ফিরেছেন। জাতিসংঘের কর্মকা-ের অংশ হিসেবে রোয়ান্ডার শরনার্থী শিবির পরিদর্শন করেছেন। এদিকে হ্যারি লেসোথা ও বাতসোয়ানার এইডস আক্রান্ত শিশুদের সহায়তায় কাজ করেছেন। আফিকার বন্য প্রাণী সংরক্ষণেও তিনি ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি তার ভাই প্রিন্স উইলিয়াম ও ভাবি কেটের সঙ্গে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করেছেন। হ্যারি ও মেগান দুজনই নিজেদের ফিট রাখতে পছন্দ করেন। মেগান ৭ বছর বয়সেই তার মায়ের তত্ত্বাবধানে ইয়োগা চর্চা শুরু করেন। তিনি বলেন, সে একটা ম্যারাথন দৌড়ের পরিকল্পনা করছেন। তার বন্ধু হ্যারি খেলাধুলার প্রতি খুবই আসক্ত। পলো, স্কি এবং মটরক্রস তার প্রিয় খেলা। সে গত বছর বলেন, খেলাধুলা আমার জীবনের একটা বড় অংশ। হ্যারির মতো মেগানেরও আমুদে ও সাহসী কর্মকা-ের জন্য পরিচিতি রয়েছে। এলিজাবেথ জিলবার্টের স্মৃতিকথা ইট, প্রে, লাভ তাকে ইটালিতে এক মাসব্যাপী ভ্রমণে উৎসাহ জুগিয়েছে। তিনি বলেন, ‘কোন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আমি আধা ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যায়। কারণ আমি চাইনা তৈরি হতে বেশি সময় অপচয় হোক।’ -হ্যালো
×