ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আরও নালিশ দুই নারীর

যৌন নিপীড়নের নয়া অভিযোগ বড় ষড়যন্ত্রের অংশ ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৪:২৩, ১৬ অক্টোবর ২০১৬

যৌন নিপীড়নের নয়া অভিযোগ বড় ষড়যন্ত্রের অংশ ॥ ট্রাম্প

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প যৌন নিপীড়নের নতুন অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এটি তার নির্বাচনী প্রচার ক্ষতিগ্রস্ত করতে বড় ষড়যন্ত্রের অংশ। খবর ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ ও বিবিসির। রিপাবলিকান প্রার্থীর প্রচার শিবির নারীদের প্রতি ট্রাম্পের আচরণ নিয়ে পুরো এক সপ্তাহ বেশ কয়েকটি অভিযোগের মুখে পড়ে এবং এসব অভিযোগের জবাব দিতে ব্যস্ত থাকে। শুক্রবার দুই নারী রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলেন, ট্রাম্প সম্মতি ছাড়াই তাদের চুমু দেন এবং জড়িয়ে ধরেন। অভিযোগকারীদের একজন হলেন- ট্রাম্পের রিয়েলিটি- টিভি শো ‘দ্য এ্যাপ্রেন্টাইস’ এর এক সাবেক প্রতিযোগী সামার জারভোস, অপরজন ক্রিস্টিন এ্যান্ডারসন। ট্রাম্প তাদের অভিযোগ অস্বীকার করে নর্থ ক্যারোলিনার এক সমাবেশে বলেন, ‘পুরো ঘটনা বড় ধরনের প্রতারণা। এটি ডাহা ও কুৎসিত মিথ্যা।’ তিনি বলেন, ‘পুরো নির্বাচনে যে জালিয়াতি হচ্ছে যৌন নিপীড়নের অভিযোগ তার ইঙ্গিত বহন করে।’ ট্রাম্প আরও বলেন, ‘কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই গণমাধ্যম এসব মিথ্যা ছড়িয়ে দিয়েছে এবং ভোটারদের মন বিষিয়ে তুলছে।’ তিনি অভিযোগ করেন, এই মিথ্যা ছড়াতে নিউইয়র্ক টাইমস উঠেপড়ে লেগেছে। এর সাংবাদিকরা মেক্সিকোর ধনকুবের ও টাইমসের সবচেয়ে বেশি শেয়ারের মালিক কার্লোস সিøমের আদেশ পালন করছেন। শুক্রবার রিপাবলিকান প্রার্থী বলেন, ‘আপনারা জানেন, সিøম মেক্সিকো থেকে এসেছেন। তিনি ক্লিনটন দম্পতি ও তাদের মিশনে কোটি কোটি ডলার ঢেলেছেন।’ ট্রাম্প বলেন, ‘নিউইয়র্ক টাইমসের রিপোর্টাররা সাংবাদিক নন। তারা কার্লোস সিøম ও হিলারির পক্ষে করপোরেট লবিস্ট।’ উত্থাপিত অভিযোগ ও গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের কড়া ভাষায় তিরস্কার থেকে বোঝা যাচ্ছে, তিনি এখন পূর্ণ শক্তিতে জবাব দিতে পরিকল্পনা করছেন। তবে তিনি আরও বড় প্রশ্নের সম্মুখীন যে, কীভাবে তিনি ও তার প্রচার শিবির নারীদের প্রতি আচরণ নিয়ে বর্তমান আলোচনা-সমালোচনা থেকে পার পাবেন। বিশেষ করে এই ইস্যু যখন আগামী বুধবার তৃতীয় ও শেষ প্রেসিডেন্ট বিতর্কে উঠবে, তখন তিনি কীভাবে তা সামলাবেন সেই চিন্তা করছেন। দিনের শেষে ট্রাম্প এক বিবৃতিতে জানিয়ে দেন, ‘কীভাবে আমরা একত্রে মার্কিনীদের চাকরির সুযোগ তৈরি এবং আমাদের দেশকে ইসলামপন্থী সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করব’ সেই ইস্যুতে তিনি আলোচনা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুক্রবার ‘এ্যাপ্রেন্টাইস’র সাবেক প্রতিযোগী সামার জারভোস (৪১) লস এ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৭ সালে একটি হোটেলে সাক্ষাতের সময় ট্রাম্প তার গালে চুমু দিয়ে স্বাগত জানান। এরপর তাকে সোফায় বসতে বলেন এবং কাঁধ আঁকড়ে ধরে আবার আক্রমণাত্মকভাবে চুমু দিতে শুরু করেন এবং তার হাত স্তনের ওপর রাখেন। দ্বিতীয় নারী এ্যান্ডারসন (৪৬) ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প ম্যানহাটনের একটি ক্লাবে তার স্কার্টের নিচে হাত ঢুকিয়ে দেন।
×