ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পর্র্নোগ্রাফি থেকে দূরে থাকার আহ্বান পামেলার

প্রকাশিত: ০৪:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৬

পর্র্নোগ্রাফি থেকে দূরে থাকার আহ্বান পামেলার

পর্নোগ্রাফির বিরুদ্ধে এবার সরব হয়েছেন যৌন আবেদনমময়ী তারকা পামেলা এ্যান্ডারসন। ওয়াল স্ট্রিট জার্নালে যৌথভাবে লেখা এক উপসম্পদকীয়তে তিনি এই আহ্বান জানান। সাবেক কংগ্রেস সদস্য এ্যান্টোনি ওয়েইনারের সদ্য প্রকাশিত যৌন আবেদনমূলক মোবাইল মেসেজিংয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা ওই উপসম্পাদকীয় লেখেন। ডেইলি বিস্ট। যৌন আবেদনের জন্য খ্যাত সাবেক মডেল, অভিনেত্রী ও অধিকার কর্মী পামেলার নতুন এই অবস্থান তার ফ্যানদের নিঃসন্দেহে হতাশ করবে। ওয়েইনার পর্নো আসক্ত ছিলেন, এমন কথা সরাসরি না বললেও পরোক্ষভাবে বলেন যে, সমাজে প্রচলিত পর্নো আসক্তির প্রভাব ওয়েইনারের ওপর পড়ে থাকতে পারে। তিনি লেখেন, ‘আমরা মূল্যবোধহীন সমাজের গিনিপিগে পরিণত হয়েছি। খুব অল্পসংখ্যক মানুষই এটি বুঝতে পারে যে তারা অন্যের খেয়াল খুশির শিকার হচ্ছে।’ পর্নোগ্রাফিকে হেরে যাওয়া মানুষদের বিনোদন উল্লেখ করে পামেলা বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের ও আমাদের সন্তানদের শিক্ষিত করে তোলা প্রয়োজন। যেন এর ক্ষতিকর দিক সম্পর্কে সবাই সচেতন হতে পারে।’ ‘কথা দিন, জোরপূর্বক পর্নোগ্রাফি আর নয়’ শীর্ষক উপসম্পাদকীয়টি সাবেক প্লেবয় তারকা পামেলা ও ইহুদী ধর্মযাজক শমুলি বুটাইক যৌথভাবে লেখেন।
×