ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফালুজা থেকে পলায়নপর মানুষের ওপর আইএস জঙ্গীদের গুলি

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জুন ২০১৬

ফালুজা থেকে পলায়নপর মানুষের ওপর আইএস জঙ্গীদের গুলি

ইরাকের যুদ্ধকবলিত ফালুজা শহর থেকে পলায়নপর বেসামরিক লোকজনের ওপর তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা গুলি চালাচ্ছে। এক ত্রাণ সংস্থা একথা জানায়। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বলেছে, লোকজন ফুরাত নদী পার হওয়ার সময় তাদেরকে আইএস জঙ্গীরা গুলি করে হত্যা করছে বলে কয়েকটি পরিবার কাউন্সিলকে জানায়। শহরে ৫০ হাজার লোক রয়ে গেছে বলে এনআরসি জানায়। এটি ফালুজার কাছে কয়েকটি শরণার্থী শিবির পরিচালনা করছে। গত মাসের শেষ দিকে ইরাকী সেনাবাহিনী শহরটি পুনর্দখল করতে লড়াই শুরু করে। ফালুজা বাগদাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার (৩০ মাইল) পশ্চিমে অবস্থিত এবং ২০১৪ থেকেই আইএসের দখলে রয়েছে। ইরাকে আইএসের হাতে অবশিষ্ট থাকা দুটি শক্তিশালী ঘাঁটির একটি হলো ফালুজা। ফালুজার আঞ্চলিক পরিষদের প্রধান শাকির আল-ইসারি জানান, লোকজন রেফ্রিজারেটর, আলমারি ও পিপা করে ফোয়াত নদী পার হওয়ার চেষ্টা করছে। ইরাকী সেনাবাহিনী ফালুজা প্রায় ঘিরে ফেলেছে বলে জানায়। ফোরাত নদীর কেবল পশ্চিম তীর তাদের নিয়ন্ত্রণে নেই। দক্ষিণাঞ্চলীয় নেমিইয়া এলাকাটিই সর্বশেষ ইরাকী সৈন্যদের দখলে আসে। -বিবিসি অনলাইন গ্রীষ্মের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে ২৫ হাজার প্রবাসী এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ চলতি বছরের গ্রীষ্মের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী বাংলাদেশীদের সপরিবারে বাংলাদেশ ভ্রমণের সংখ্যা এবার আগের যে কোন সময়ের তুলনায় বেশি। বিভিন্ন এয়ারলাইন্স ও ট্র্যাভেল এজেন্ট সূত্র জানিয়েছে, জুন মাসের শেষার্ধে অন্তত ২৫ হাজার প্রবাসী বাংলাদেশে যাবেন। উত্তর আমেরিকায় বাংলাদেশী ট্র্যাভেল ব্যবসায়ীদের সংগঠন ‘নাটাব’র সভাপতি নাজমুল হুদা বলেন, রাজনৈতিক অস্থিরতা নেই বলে সপরিবারে গ্রীষ্মের ছুটি ভোগ করতে অনেক প্রবাসী বাংলাদেশে যাচ্ছেন। এর ফলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে অনেক। কারণ অবকাশ যাপনের পুরো সময়ই প্রবাসীরা বিপুল অর্থ ব্যয় করবেন। কেউ কেউ স্থায়ী প্রকল্পেও বিনিয়োগ করবেন।
×