ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইএসের অবস্থান লক্ষ্য করে ব্রিটিশ বিমান হামলা শুরু

প্রকাশিত: ১৮:৩৭, ৩ ডিসেম্বর ২০১৫

আইএসের অবস্থান লক্ষ্য করে ব্রিটিশ বিমান হামলা শুরু

অনলাইন ডেস্ক ॥ আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ব্রিটিশ যুদ্ধবিমান। সিরিয়াতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়ে ব্রিটেনের সংসদে প্রস্তাব পাসের পর পরই এ হামলা শুরু হয়। সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমানঘাঁটি থেকে র‍্যাফ টর্নেডো জেটবিমান হামলা চালাতে উড়াল দেয়। এর আগে ব্রিটিশ সামরিক বাহিনীকে সিরিয়াতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়ে একটি প্রস্তাব পাস করেন ব্রিটেনের সংসদ সদস্যরা। ১০ ঘণ্টারও বেশী বিতর্কের পর ৩৯৭ জন এমপি ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষের চেয়ে তারা ১৭৪ ভোট বেশী পান। ভোটের ফলাফল জানার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ দেখা যায়।
×