ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেমন হচ্ছে ঈদের নাটক

আনন্দকণ্ঠ  ফিচার

প্রকাশিত: ০১:০০, ২৮ মার্চ ২০২৪

কেমন হচ্ছে ঈদের নাটক

নিখোঁজ সংবাদ নাটকের একটি দৃশ্যে ফারহান ও মাহি

টিভি চ্যানেলগুলো ওটিটির চাপে এখন অনেকটাই কোণঠাসা। ওয়েব প্ল্যাটফর্মের যতই বাড়বাড়ন্ত হচ্ছে, শিল্পীরাও তত ঝুঁকছেন সেদিকে। কারণ, ওয়েব সিনেমা কিংবা সিরিজের কাজে পারিশ্রমিক যেমন বেশি, কাজও হয় অনেক দিনের প্রস্তুতি নিয়ে, বেশ গুছিয়ে। মানেও টিভি নাটকের চেয়ে অনেক এগিয়ে। তুলনায় টিভি নাটকে পারিশ্রমিক কম, পরিশ্রম বেশি। জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী তাই এখন টিভি নাটকের সংখ্যা কমিয়ে মন দিয়েছেন ওয়েব কনটেন্টে।

এছাড়া যারা নাটকে নিয়মিত কাজ করছেন তারাও ইউটিউবের নাটককে বেশি প্রাধান্য দিচ্ছেন। টিভি নাটকের চেয়ে ইউটিউবের নাটকের বাজেটও বেশি। জানা যায়, এবার ঈদের জন্য যে নাটকগুলো নির্মাণ হচ্ছে তার বেশিরভাগই ইউটিউবকে প্রাধান্য দিয়েই নির্মাণ হচ্ছে। ঈদে প্রায় ৬শতাধিক নাটক নির্মাণ হচ্ছে। তারমধ্যে অধিকাংশ নাটকই দর্শক দেখবে শুধু ইউটিউবে। কিছু নাটক টিভি চ্যানেলে প্রচার হবার পর পরই সেটি আবার ইউটিউবে চলে আসবে।

এদিকে জনপ্রিয় তারকাদের অনেকেই ওটিটিমুখী হওয়ায় ছোটপর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন নতুন কিছু মুখ। তালিকায় আছেন আরশ খান, শাশ্বত দত্ত, ইয়াশ রোহান, সামিরা খান মাহি, জাহের আলভী, নিশাত প্রিয়ম, হিমি, তানজিম সাইয়ারা তটিনী, রুকাইয়া জাহান চমক, মাখনুন সুলতানা মাহিমা, কেয়া পায়েল, রোদসী সিদ্দিকা, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন নাটকসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া নিলয় আলমগীর, খায়রুল বাসার, ফারহান আহমেদ জোভান, মুশফিক ফারহান, শামীম হাসান সরকারেরও অনেক নাটক প্রচার হবে ঈদে। নতুন মুখের পাশাপাশি এবার ঈদের নাটকের গল্পেও পরিবর্তন আসছে। গত দুই বছর ঈদনাটকে প্রাধান্য পেয়েছিল পারিবারিক গল্প। পাশাপাশি একাধিক কমেডিনির্ভর নাটক জায়গা পেত। এবার পারিবারিক গল্পের বাইরে থাকছে প্রেমের গল্পকে ঘিরে সিরিয়াস নাটক।

জানা যায়, ইউটিউবের তরুণ দর্শক ধরতেই নাটকগুলো নির্মিত হচ্ছে। নির্মাতা সেরনিয়াবত শাওন জানান, তার নাটকগুলো রোমান্টিক ও ড্রামা ঘরানার। কারণ, প্রযোজকেরা পরিবারকেন্দ্রিক সিরিয়াস গল্প নির্মাণে আগ্রহী নন। ঈদের জন্য ৩৫টির মতো নাটকের আবহ সংগীত তৈরি করছেন আপেল মাহমুদ। এমিল বলেন, ‘এখন পর্যন্ত যত নাটক মিউজিক করার জন্য পেয়েছি, তার ৭০ শতাংশের বেশি রোমান্টিক, সিরিয়াস ড্রামা জনরার। যেখানে আগে ৮০ শতাংশ কমেডি নাটক থাকত।

এবার কমেডি নাটক পাচ্ছি ২০-২৫ শতাংশ।’ পরিচালক ও প্রযোজকেরা জানান, ঈদে প্রচার হবে, এমন ৫০ ভাগের বেশি গল্প রোমান্টিক। কারণ দর্শক প্রেমের গল্প পছন্দ করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকেও থাকছে ঈদে বেশ কয়েকটি নাটক। এটির কর্ণধার জামাল হোসেন বলেন, ঈদে দর্শক একটু নতুন কিছু দেখতে চায়। সেখানে রোমান্টিক গল্পের সঙ্গে যদি সিরিয়াস কিছু থাকে তাহলে দর্শক সেটি সহজে গ্রহণ করে। ঈদে আমাদের নাটকগুলোও গল্পনির্ভর। তবে আমরা এ গল্পের ভেতরেও চেষ্টা করছি দর্শকের জন্য নতুন কিছু রাখতে।’

×