ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মার্চে মুক্তি পাচ্ছে একাধিক চলচ্চিত্র

প্রকাশিত: ১৩:২১, ৩ মার্চ ২০২০

মার্চে মুক্তি পাচ্ছে একাধিক চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ চলছে মার্চ মাস। এ মাসেই মুক্তির তালিকায় রয়েছে এক গুচ্ছ চলচ্চিত্র। এর মধ্যে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী ৬ মার্চ মুক্তির তালিকায় আছে মাসুমা রহমানের ‘চল যাই’ ও বি এইচ নিশানের ‘নারীর শক্তি’ চলচ্চিত্র দুটি। তবে প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, চলচ্চিত্র দুটি মুক্তি নাও পেতে পারে। চলচ্চিত্র দুটির বদলে দেখা যেতে পারে বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত ও পাওলি দাম অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘হলুদ বনি’ এবং শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’ চলচ্চিত্র দুটি। ‘হলুদ বনি’ চলচ্চিত্রের পরিচালক তাহের শিপন ও মুকুল রায় চৌধুরী এবং ‘শাহেনশাহ’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ। প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম জানিয়েছেন, ‘চল যাই’ ও ‘নারীর শক্তি’ চলচ্চিত্র দুটি না-ও মুক্তি পেতে পারে। এর বিকল্প হিসেবে ‘হলুদ বনি’ ও ‘শাহেনশাহ’ মুক্তির সম্ভাবনা আছে। মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ মার্চে মুক্তি পাবে। ‘হলুদ বনি’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম থেকে জানানো হয়েছে, এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ অল্প কিছু হলে মুক্তি দেয়া হবে। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যবস্থাপক রেজাউল করিম জানিয়েছেন, প্রায় ৭০টি হলে মুক্তির প্রক্রিয়া চলছে ‘শাহেনশাহ’র। এরই মধ্যে ৪০টি হল চূড়ান্ত হয়েছে। যদিও ‘শাহেনশাহ’ চলচ্চিত্রটি এর আগে কয়েকবার মুক্তির কথা উঠলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। দ্বিতীয় সপ্তাহ ১৩ মার্চ মুক্তির তালিকায় আছে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ চলচ্চিত্রটি। এদিন আরও মুক্তি পাবে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ অভিনীত চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। এই চলচ্চিত্রটি খুব বেশি হলে মুক্তি দিচ্ছেন না বলে জানিয়েছেন পরিচালক। আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানিয়েছেন, আগে থেকেই ১৩ মার্চ চলচ্চিত্রটির মুক্তির সিডিউল নেয়া আছে। তবে চূড়ান্তভাবে মুক্তির বিষয়টি অচিরেই জানানো হবে। চলচ্চিত্রটি এক সপ্তাহ পিছিয়ে ২০ মার্চও মুক্তি পেতে পারে। সুজন বড়ুয়ার ‘বান্ধব’ চলচ্চিত্রটি মুক্তির তালিকায় আছে ২০ মার্চ, তৃতীয় সপ্তাহে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের কর্ণধার অনুপ কুমার বড়ুয়া বলেন, এটি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র না, একটু ভিন্ন ধারার। তাই সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ২০টির মতো হলে মুক্তি দেয়ার ইচ্ছা আছে। মাসের শেষ দিকে চতুর্থ সপ্তাহে ২৭ মার্চ মুক্তির তালিকায় আছে ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’ ও কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট’ চলচ্চিত্র দুটি। ‘নীল মুকুট’ পরিচালক জানান, ২৭ মার্চ ‘নীল মুকুট’ মুক্তি দেবেন। তবে কয়টি হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে, তা তিনি নিশ্চিত করেননি। মুক্তির তিন সপ্তাহে পড়েছে শাকিব-বুবলী অভিনীত কাজী হায়াতের ‘বীর’। এখনও ৪২টি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। গত শুক্রবার ১৬টি হলে মুক্তি পেয়েছে নিরব ও প্রিয়াংকা অভিনীত রফিক সিকদারের ‘হৃদয় জুড়ে’। পাশাপাশি বাংলাদেশে ১৩টি হলে চলছে জয়া আহসান ও কলকাতার প্রসেনজিৎ অভিনীত আমদানির মাধ্যমে আসা অতনু ঘোষের ‘রবিবার’।
×