ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার গায়ক নেইময়ি রিমান্ডে

প্রকাশিত: ০৬:৫৯, ২৫ আগস্ট ২০১৬

মালয়েশিয়ার গায়ক নেইময়ি রিমান্ডে

সংস্কৃতি ডেস্ক ॥ মালয়েশিয়ার জনপ্রিয় ও বিতর্কিত গায়ক নেইময়ি। যার আসল নাম উয়ি মেং শি। সম্প্রতি ‘ও মাই গড’ নামে তার সর্বশেষ একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। এতে মালয়েশিয়ার বিভিন্ন ধর্মীয় স্থাপনার সামনে নেইময়ি ও তার ব্যান্ড যেভাবে নেচে নেচে গান গেয়েছেন তাতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিবিসির খবরে বলা হয়, ইসলাম ধর্মকে হেয় করার অভিযোগে মালয়েশিয়ায় রিমান্ডে নেয়া হয়েছে এই জনপ্রিয় গায়ককে। শনিবার মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সময় ঐ গায়ক বলেছিলেন, গানটি ধর্মীয় সম্প্রীতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর পরদিনই তাকে গ্রেফতার করা হলো। গানটি পোস্ট করার একদিনের মধ্যেই প্রায় কুড়িটি বেসরকারী প্রতিষ্ঠান এ নিয়ে অভিযোগ জানায় সরকারের কাছে। মূলত চাইনিজ ম্যান্ডারিন ভাষায় গান করেন নেইময়ি। তিনি চীন ও তাইওয়ানেও ব্যাপক জনপ্রিয়।
×