ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

ঘুর্ণিঝড় রেমাল

কলাপাড়ায় দমকা হাওয়াসহ গুড়ি গুড়ি বৃষ্টি, বাড়ছে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৩৯, ২৫ মে ২০২৪

কলাপাড়ায় দমকা হাওয়াসহ গুড়ি গুড়ি বৃষ্টি, বাড়ছে আতঙ্ক

উত্তাল সাগর।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে কলাপাড়ায় থেমে থেমে মৃদু দমকা হাওয়া বইছে। কখনও কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর অনেকটা উত্তাল রয়েছে। জোয়ারে সাগর ও নদীতে পানির উচ্চতা বাড়ছে। 

সরাসরি কলাপাড়ার খেপুপাড়ায় আঘাত করতে পারে এমন খবরে কলাপাড়া উপজেলাসহ পায়রা বন্দর এলাকার সকল মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ঘুর্ণিঝড় রেমাল মোকাবিলায় কলাপাড়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শনিবার (২৫ মে) দুপুরে জরুরি সভা করেছে। সেখানে সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে কলাপাড়ার ইউএনও মো. রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।

ঘুর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে। বেড়িবাঁধের বাইরে অন্তত পাঁচ হাজার পরিবার জলোচ্ছ্বাস ঝুঁকিতে রয়েছে। রাত যতই বাড়ছে কলাপাড়ার মানুষের মধ্যে বাড়ছে ঘুর্ণিঝড় আতঙ্ক। 

 

এম হাসান

×