ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিদেশী প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে

প্রকাশিত: ১৮:০৪, ২০ জানুয়ারি ২০২১

বিদেশী প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে সেবা খাতের বিদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশের সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ারহোল্ডারের কাছ থেকে ঋণ আনতে পারবে। বিদেশি প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর ছয় বছর পর্যন্ত এই ঋণ আনার সুযোগ পাবে। গত ১৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রসঙ্গত,আগে শুধু উৎপাদন খাতের বিদেশি প্রতিষ্ঠান এভাবে স্বল্পমেয়াদি ঋণ আনার সুযোগ পেতো। আর ঋণ আনতে হতো কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন উৎপাদন ও সেবা— সব প্রতিষ্ঠানই ছয় বছরের মধ্যে ঋণ আনতে পারবে। এর ফলে একদিকে দেশে কার্যক্রম চালানো বিদেশি মালিকানাধীন ও বিদেশি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ গ্রহণ সহজ হলো। অপরদিকে বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে। সহজেই চলতি মূলধন ঋণ নিতে পারবে। ব্যবসায়ীরা বলছেন, বিদেশ থেকে ঋণ আনলে সুদহার কম হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান ছাড়াও সেবা খাতের শিল্পপ্রতিষ্ঠানও তাদের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ারহোল্ডারদের কাছ থেকে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ গ্রহণ করতে পারবে। তবে এ সুবিধা ট্রেডিং খাতের ব্যবসার জন্য প্রযোজ্য হবে না। উৎপাদন ও সেবা কার্যক্রম শুরু থেকে ছয় বছর পর্যন্ত এ সুবিধা গ্রহণ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, করোনায় দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানই ক্ষতির মুখে পড়েছে। যদিও দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কম সুদে ঋণ ও ঋণ পরিশোধে ছাড়সহ নানা সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু বিদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশি ঋণে এসব সুযোগ পায়নি। এ কারণে বিদেশি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।
×