ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গেমিং পিসি আনছে ওয়ালমার্ট

প্রকাশিত: ০৬:৪৯, ১ নভেম্বর ২০১৮

গেমিং পিসি আনছে ওয়ালমার্ট

গেমিং পিসি ব্যবসায় নাম লেখাতে যাচ্ছে ওয়ালমার্ট। শীঘ্রই নতুন গেমিং ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার উন্মোচন করবে মার্কিন রিটেইলার জায়ান্ট প্রতিষ্ঠানটি। সোমবার ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয় ইস্পোর্টস এ্যারেনা’র সঙ্গে অংশীদারিত্ব করেছে তারা। ইস্পোর্টসের সঙ্গে অংশীদারিত্বে তিনটি ল্যাপটপ ও তিনটি ডেস্কটপ কম্পিউটার বাজারে আনবে ওয়ালমার্ট। বিশেষভাবে গেমারদের জন্যই বানানো হবে কম্পিউটারগুলো। নতুন এই গেমিং পিসির নাম বলা হচ্ছে ‘ওভারপাওয়ার্ড’। উন্মোচন করা হলে ওয়ালমার্ট ডটকম থেকে নতুন এই পিসিগুলো কিনতে পারবেন গ্রাহক। সিনেটের প্রতিবেদনে বলা হয়, গেমিং পিসিগুলোতে ইনটেল কোর আই-৭ প্রসেসরের সঙ্গে ৩২ গিগাবাইট র?্যাম ব্যবহার করা হবে। উচ্চ ক্ষমতার এইচডিডি’র সঙ্গে এসএসডি এবং ১০৮০টি আই এনভিডিয়া জিফোর্স জিটিএক্স গ্রাফিক্স কার্ড রাখা হতে পারে কম্পিউটারগুলোতে। -অর্থনৈতিক রিপোর্টার
×