ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টানা তিনদিন পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৬:২৭, ১১ মার্চ ২০১৬

টানা তিনদিন পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিনদিন পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ইতিবাচক ধারায় শেষ হয়েছে লেনদেন। বুধবারে ডিএসইর মোবাইল এ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পুঁজিবাজারে সূচকের বৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করার পর সকাল থেকেই সূচকের ইতিবাচক প্রবণতা দেখা দেয়। একইসঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণও আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে বেশিরভাগ কোম্পানির দর বাড়ার মধ্য দিয়ে শুরুর পরে বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৯ কোটি ৫৬ লাখ টাকা বা ২২ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধির প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : আমান ফিড, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সিনোবাংলা, কাশেম ড্রাইসেলস এবং ওরিয়ন ফার্মা। এদিকে দিনটিতে ঢাকার মতো অপর বাজারেও সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির, দর কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম লাইফ, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড এয়ার, আইটিসি, ন্যাশনাল ফিড মিলল লিমিটেড, আমান ফিড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
×