ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীদের প্রতিবাদ বিক্ষোভ, দুর্বৃত্তের হামলা

প্রকাশিত: ০১:১০, ৯ ডিসেম্বর ২০২১

ব্যবসায়ীদের প্রতিবাদ বিক্ষোভ, দুর্বৃত্তের হামলা

স্টাফ রিপোর্টার ॥ চাঁদাবাজির প্রতিবাদে পুরান ঢাকার নয়াবাজার নওয়াব ইউসুফ মার্কেটর ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। দু’দিন ধরে দোকান বন্ধ রেখে বুধবার দুপুরে চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ীরা। মিছিল শেষে ব্যবসায়ীরা নয়াবাজার মাছ-মাংস ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি অফিসে জড়ো হয়। এ সময় অফিসে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ীদের মারধর ও ভাংচুর করে সশস্ত্র যুবকরা। আতঙ্কে ব্যবসায়ীরা পালিয়ে নিরাপদে আশ্রয় নেয়। এ ব্যাপারে নয়াবাজার মাছ-মাংস ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ মন্টু মিয়া জনকণ্ঠকে জানান, দুপুরে যখন তার সমিতি অফিসে শতাধিক ব্যবসায়ী বসে আলোচনা করছিলেন, তখন স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার লোকজন অফিস ঢুকে হুমকি ধমকি দিতে থাকে। এক পর্যায়ে তিনি আমাকে ও নওয়াব ইউসুফ মার্কেট বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মদন বাবুকে লাঞ্ছিত করেন। ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে কাউন্সিলর চলে যাওয়ার একটু পরেই কয়েক সন্ত্রাসী তার অফিস ভাংচুর ও ব্যবসায়ীদের মারধর করে। এ ব্যাপারে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ জনকণ্ঠকে জানান, আমি এ ঘটনায় কিছুই জানি না। এটি ইজারাদারের বিষয়।
×