ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪০ দেশে চিহ্নিত

ওমিক্রনের মারণ ক্ষমতা কম ॥ ফাউচি

প্রকাশিত: ২৩:৩২, ৮ ডিসেম্বর ২০২১

ওমিক্রনের মারণ ক্ষমতা কম ॥ ফাউচি

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি। কিন্তু মারণ ক্ষমতা কম। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এ্যান্টনি ফাউচি এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, করোনার এ ধরন নিয়ে আরও বিস্তারিত জানা প্রয়োজন। ফাউচি বলেন, ‘এ পর্যন্ত ভাল ইঙ্গিতই মিলছে।’ তার মতে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সংক্রমণ লাফিয়ে বাড়ছে। আশঙ্কা করা হচ্ছিল, দেশটির একটি বড় অংশ বিপদে পড়তে যাচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর মতো দুঃসংবাদ আমাদের কানে আসেনি। উল্লেখ্য, ইতোমধ্যে ৪০ দেশে ওমিক্রন চিহ্নিত হয়েছে। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছে, ২৬ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৮৯২জন। মৃত্যু ৫২ লাখ ৮১ হাজার ৫৭১ জন। সুস্থ, ২৪ কোটি ৫০ লাখ ২ হাজার ৫২৯ জন। খবর সিএনএন ও ওয়াল্ডোমিটার্সের। সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে পাঁচ জন ওমিক্রন আক্রান্ত হয়েছে। সর্বশেষ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজির দুই বাসিন্দার শরীরে ওমিক্রন শনাক্ত হয়। দেশটিতে প্রবেশের সময় সীমান্তেই তাদের করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। দুজনকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হয়নি। সোমবার ফিজির স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত দুজন নাইজিরিয়ায় অবস্থান করছিলেন। ২৫ নবেম্বর তারা হংকং হয়ে ফিজিতে আসেন। দুজনই আগে করোনার টিকা নিয়েছিলেন।
×