ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রীর ভূমিকায় রেশমী

প্রকাশিত: ০০:০৩, ২৮ নভেম্বর ২০২১

নেত্রীর ভূমিকায় রেশমী

স্টাফ রিপোর্টার ॥ ‘এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের যে আমি বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাও আবার একজন নেত্রীর ভূমিকায়’-কথাগুলো বলেন, অভিনয়শিল্পী রেশমী। বেশকিছুদিন হলো টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন রেশমী। বিশেষ করে মায়ের চরিত্রে তিনি এখন অভিনয়ে ভীষণ ব্যস্ত। মা চরিত্রে অভিনয় ছাড়াও তিনি কোন কোন নাটকে বোন, আবার কোন কোন নাটকে ভাবির চরিত্রে অভিনয় করছেন নিয়মিত। তবে অভিনয় জীবনের সেরা সময়ে মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। শ্যাম বানেগাল পরিচালিক বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন রেশমী। শনিবারই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রেশমী বলেন, হয়ত এতে আমার অভিনয়ই করা হতো না যদি অভিনেতা সুজাত শিমুল আমাকে না জানাতেন। তাই তার প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে এই বায়োপিকে একজন নেত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আমি এর শূটিং-এ অংশ নেবো। রেশমী জানান বর্তমানে তিনি বহু নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। রেশমী সর্বশেষ ঈদে ২৫টি নাটকে অভিনয় করেন। এরমধ্যে রেশমী অভিনয় করেছেন দুর্জয় রাজু শামীম পরিচালিত ‘মেম সাহেব’, আকাশ রঞ্জন পরিচালিত ‘আহাম্মক’, শহীদ উন নবীর ‘লাক বাজি’, অলক হাসানের ‘হিটম্যান’, সজিব মাহমুদের ‘উগা-াপুর’ নাটকের কাজ শেষ করেছেন।
×