ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার ভুয়া টেস্ট রিপোর্ট

প্রকাশিত: ০০:২৮, ১৭ অক্টোবর ২০২১

করোনার ভুয়া টেস্ট রিপোর্ট

উন্নয়নশীল দেশগুলোতে করোনা টেস্টের ভুয়া সনদ দেয়ার ঘটনায় প্রায়ই ঘটে থাকে, কিন্তু উন্নত দেশগুলোতে এমন ঘটনা নিশ্চিতভাবেই অপ্রত্যাশিত। এই অপ্রত্যাশিত ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের ইংল্যান্ডে অন্তত ৪৩ হাজার মানুষকে করোনা টেস্টের ভুয়া নেগেটিভ রিপোর্ট দেয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইউকেএইচএসএ জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইমেনসা হেলথ ক্লিনিক নামের একটি হাসপাতালের ল্যাব থেকে দেয়া হয়েছে এসব ভুয়া নেগেটিভ রিপোর্ট। -গার্ডিয়ান
×