ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭:৪৩, ২ আগস্ট ২০২১

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় এক দিনে করোনাজনিত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ার ৩টি হাসপাতালে ২৬ জন মারা গেছেন। করোনা শনাক্ত হওয়ার পর বগুড়ায় গত বছর থেকে এ পর্যন্ত এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৮ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৮ জন মারা যান। তবে এর আগে গত মাসে জেলার হাসপাতাল গুলোতে আরো একবার একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ২৬ ছুঁয়েছিলো। অপর দিকে গত এক মাসে জেলার হাসপাতাল গুলোতে আক্রান্ত(পজেটিভ) ও উপসর্গে মোট মারা গেছেন সাড়ে ৪শ জনেরও বেশি। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২৬ জন। বগুড়ার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান জানান,গত ২৪ ঘন্টায় জেলায় ৪৭৮ জনের নুমনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১২৬ জন। অপর দিকে একই সময় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, করোনা ডেডিকেটেড মোহাম্মাদ আলী হাসপাতাল এবং বেসরকারী টিএমএসএস হাসপাতােেল মারা গেছেন ২৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ১০ জনের বাড়ি বগুড়ায়। অন্য ৮ জনের বাড়ি সিরাজগঞ্জ, গাইবান্ধা, নাটোর নওগাঁ ও দিনাজপুরে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বগুড়া েেমডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন এবং মোহাম্মাদ আলী হাসপাতালে ৫ জন মারা যান। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে বেশি সংখ্যক মৃত্যুর বিষয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন বলছেন, আক্রান্তরা একেবারে ফুসফুসের বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্থ অবস্থায় আসছেন এবং আবার অনেকের করোনার সঙ্গে অন্য জটিল রোগ রয়েছেন। একেবারে গুরুতর অবস্থায় হাসপাতালে আসায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে বলে তিনি জানান। এদিকে জুলাই মাসে জেলার ৩ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা যান ৪৬৭ জন। এর মধ্যে আক্রান্ত অবস্থায় ১৯৭ এবং উপসর্গে মারা যান ২৭০।
×