ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী হাসপাতালে এ্যান্টিজেন পরীক্ষা ৭শ’ টাকায়

প্রকাশিত: ০১:১৫, ২৫ জুন ২০২১

বেসরকারী হাসপাতালে এ্যান্টিজেন পরীক্ষা ৭শ’ টাকায়

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা শনাক্তে বেসরকারীভাবে এ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিচ্ছে সরকার। বেসরকারী হাসপাতাল বা ক্লিনিকে এই পরীক্ষা করানোর খরচ ৭০০ টাকায় বেঁধে দেয়া হচ্ছে। খবর বিডিনিউজের। আগামী দুয়েকদিনের মধ্যেই এই অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ সংক্রমণ শনাক্তে এ্যান্টিজেন পরীক্ষার ফল পাওয়া ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে। বাংলাদেশে বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পেতে অন্তত ২৪ ঘণ্টা কিংবা তার বেশি সময় লাগলেও তা সবচেয়ে নির্ভুল বলে স্বীকৃত। এ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখবিহ্বরের শ্লেষ্মা ব্যবহার করা হয়, আরএনএ বিশ্লেষণের পরিবর্তে এখানে ভাইরাসের প্রোটিন শনাক্ত করা হয়। আবার রক্ত পরীক্ষা করেও এ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা যায়। স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারী হাসপাতাল ও ল্যাবে এ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেয়া সংক্রান্ত ফাইলে স্বাক্ষর হয়ে গেছে। প্রজ্ঞাপন আকারে চলে আসবে দুয়েকদিনের মধ্যেই।
×