ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বেঁধে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৬, ২২ এপ্রিল ২০২১

এ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বেঁধে তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ এ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে তিনজন মারা গেছেন শ্রীলঙ্কায়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী পাভিত্রা ওয়ানারাচ্ছি বুধবার এই তথ্য জানিয়েছেন। পার্লামেন্ট সেশনে ওয়ানারাচ্ছি জানান, শ্রীলঙ্কায় এ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেয়ার পর এ পর্যন্ত ছয়জনের দেহে রক্ত জমাট বাঁধা সমস্যা দেখা দিয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আক্রান্তদের তিনজন ইতোমধ্যে মারা গেছেন। খবর ইউএস নিউজ ও রয়টার্সের। গত মার্চে নরওয়ে ও ডেনমার্কে প্রথম এই সমস্যা দেখা দেয়। এ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ডোজ নেয়ার পর এই দুটি দেশের প্রায় ৪০ জনের দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ায় এই টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছিল ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, আইসল্যান্ড ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ। যুক্তরাজ্যেও এ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর ৩০ জন রক্ত জমাট বাঁধা সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।
×