Notice: Undefined variable: sImgDir in /home/da1lyjuakan7ha/public_html/details.php on line 123

Notice: Undefined variable: sImgDir in /home/da1lyjuakan7ha/public_html/details.php on line 125
ভারতে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরাতে চায় মিয়ানমার

ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরাতে চায় মিয়ানমার

প্রকাশিত: ১০:৪৮, ৮ মার্চ ২০২১

ভারতে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরাতে চায় মিয়ানমার

অনলাইন ডেস্ক ॥ ভারতে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের দেশে ফেরাতে চায় মিয়ানমার। বিষয়টি নিয়ে এরইমধ্যে দিল্লির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দেশটির জান্তা সরকার। বার্মার সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে ভারতে প্রবেশ করেন এসব পুলিশ সদস্য। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পরিবারের সদস্যদের নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে ওইসব বর্মি পুলিশ সদস্য। মিয়ানমারের কর্তৃপক্ষ চিঠিতে দুই দেশের মধ্যকার 'বন্ধুত্বপূর্ণ সম্পর্কের' খাতিরে ওই কর্মকর্তাদের ফেরত পাঠাতে বলেছে। গত মাসে সংঘটিত সামরিক অভুত্থানের পর থেকেই মিয়ানমারে সহিংস বিক্ষোভ ও ধর্মঘট চলছে। প্রতিবাদ ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী 'কঠোর অবস্থানে' যাওয়ার পর এ পর্যন্ত অন্তত ৫৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবারও সামরিক জান্তার আদেশ অমান্য করে দেশব্যাপী বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থীরা। মিয়ানমার থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। যদিও নতুন করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। চিঠিতে কী বলেছে মিয়ানমার : ভারতীয় রাজ্য মিজোরামের চাম্পাই জেলা পুলিশের ডেপুটি কমিশনার মারিয়া সিটি জুয়ালি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, মিয়ানমারের ফালাম জেলা পুলিশের কাছ থেকে তাকে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আটজন পুলিশ কর্মকর্তা পালিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে মিয়ানমারের কাছে তথ্য রয়েছে। চিঠিতে বলা হয়, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখার স্বার্থে মিয়ানমার থেকে পালিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা আটজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে মিয়ানমারের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হচ্ছে। মিস জুয়ালি বলেছেন, বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। দিল্লি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রয়টার্স বলছে, পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৩০ জন সীমান্ত পেরিয়ে ভারতের কাছে আশ্রয় চেয়েছেন। ভারতীয় কর্মকর্তাদের করাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবারও মিয়ানমারের বহু নাগরিক ভারতে ঢোকার জন্য সীমান্তে অপেক্ষা করছিলেন। ফেব্রুয়ারির শুরুতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির নেতা অং সান সু চি-কে গ্রেফতার করে। এরপর থেকে দেশটিতে সামরিক শাসন অবসানের দাবিতে গণবিক্ষোভ শুরু হয়। শুরুতে সেনাবাহিনী বিক্ষোভকারীদের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখালেও গত কয়েক সপ্তাহে কঠোর দমনপীড়ন শুরু হয়েছে। এ পর্যন্ত অন্তত ৫৫ বিক্ষোভকারী নিহত হয়েছে, যাদের বেশিরভাগই তরুণ। দেশটির মানুষ ইন্টারনেট ব্ল্যাকআউট, রাতভর সেনা অভিযান, অবৈধভাবে গ্রেফতার, বিক্ষোভকারীদের রাস্তায় ধাওয়া ও মারধর করা, ফাঁকা গুলি ছোঁড়া বা দূর থেকে মাথা বা বুক লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন। সূত্র: বিবিসি।
×