ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নিহত ১

প্রকাশিত: ১৭:৩৮, ৭ মার্চ ২০২১

নেত্রকোনায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার মদন উপজেলার বাঁশরী গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার ভোরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাসুদ ওই গ্রামের ইজ্জত আলীর ছেলে। জানা গেছে, নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের তানভীরের কাছে একই গ্রামের মাসুদের সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। শনিবার সন্ধ্যার পর মাসুদ টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীর উত্তেজিত হয়ে মাসুদের নাকেমুখে কিলঘুষি মারে। এতে আহত হয়ে মাসুদ মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। মদন থানার ওসি মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
×